Very good indeed. But instead of posting it now it could have been declared at the end of the program(pun intended).
Declaring 60tk(which is not very high of course if we consider the price of highly priced mediums available at shops, I had to buy MacOS DVD for 450tk), but usually the DVD price is kept around the production cost. Declaring that it will help future events is lame. My opinion of course. And about T-Shirt prices, it could have been declared even one month earlier. If criticism is done from own side its always better : "ডিভিডি দুটোর এবারের প্রকাশনার ব্যয়ভার পুরোটাই উবুন্টু বাংলাদেশের জন্য সমন্বয়ক (প্রকাশনা ও বিপনন), বুন্টু-মিন্টুর আড্ডা ২০১০, হিসেবে আমি রিং নিজে বহন করেছি।" If I just rephrase it, then you are just risking the cost of producing these goods which are likely to be sold at the event. So, please refrain from calling it contribution. Risk or investment is not contribution. 2010/7/23 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > বুন্টু-মিন্টুর আড্ডায় পেতে যাচ্ছেন উবুন্টু বাংলাদেশ কর্তৃক সংকলিত উবুন্টু > ১০.০৪ ল্যুসিড লিন্ক্স ডিভিডি আর লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা'র সংকলিত ডিভিডি। > ডিভিডি দুটোতেই থাকছে: > > টুলস সফটওয়্যার উবুন্টু টুইক, গেমস, এসএম প্লেয়ার ও ভিএলসি প্লেয়ার সহ > প্রয়োজনীয় মাল্টিমিডিয়া কোডেকসমূহ, স্কীম অভ্র ফোনেটিক ও ইউনিজয় লে-আউট, আইবাস > ইনপুট মেথড সিস্টেম, ব্রডব্যান্ড কানেকশনের জন্য প্রয়োজনীয় সকল টুলস ও > প্রোগাম, > ডিটিপির জন্য ইন্কস্কেপ ও স্ক্রাইবাস ও সর্বশেষ গতপরশু ২১শে জুলাই ২০১০তারিখের > সব রকম সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট সহ এক পূর্নাঙ্গ ডিভিডি। মোট কথা আপনি > ডিভিডি রম থেকেই আপনার কম্পুতে সবরকমের কাজ করতে পারবেন। এছাড়াও পাবেন সুদৃশ্য > উবুন্টু আর মিন্ট ব্যবহারকারী সহায়িকা। এতে আছে উবুন্টু আর মিন্টের ইতিহাস, > লিনাক্সের জন্ম কথা আর ওপেনসোর্স আর মুক্ত সফটওয়্যার আন্দোলনের শুরুর কথা। আরো > পাবেন ডিভিডি থেকে ইন্সটলের প্রক্রিয়া, ছবিসহ নির্দেশনা আর সেটাপ শেষে প্রায় > যতভাবে ইন্টারনেটে উবুন্টু পিসি থেকে কানেক্ট হওয়া যায় তা নিয়ে একটি অধ্যায়। > আশা করি এটি নতুন বন্টু আর মিন্টুদের খুবই কাজে লাগবে। > > ডিভিডি দুটোর এবারের প্রকাশনার ব্যয়ভার পুরোটাই উবুন্টু বাংলাদেশের জন্য > সমন্বয়ক (প্রকাশনা ও বিপনন), বুন্টু-মিন্টুর আড্ডা ২০১০, হিসেবে আমি রিং নিজে > বহন করেছি। তবে আগামীতে যেন এ ধরনের কাজে আর কারও সাহায্য না নেয়া লাগে বা কেউ > যেন আমাদের এই ধরনের উদ্যোগে সহযোগীতার হাত না বাড়ালেও কাজটা চলতে থাকে আর > আমরা > ইন্টারনেট নাই এমন অনুন্নত এলাকায় উবুন্টু কে ছড়িয়ে দিতে পারি এজন্য আমাদের এই > ডিভিডি দুটোর প্রতিটির দাম আলাদা আলাদভাবে ৬০ টাকা রাখা হয়েছে। উভয়টির প্যাক > নিলে ২০ টাকা ছাড়ে ১০০ টাকায় পাবেন। আগে জানালে আগে পাবেন ভিত্তিতে ডিভিডি > দেয়া > হবে। তাই রেজিস্ট্রেশানের সময়ই ওই ফর্মে উল্লেখ করে দিন আপনি ডিভিডি নিচ্ছেন > কি > না? পরে উল্লেখ করার কোন সুযোগ নাই। এক্ষেত্রে আপনি সবার চাহিদা পূরনের পর > আমাদের সংগ্রহে থাকলে তবেই পেতে পারেন। > > আর জেনে রাখুন যে, প্রত্যেকেই একটার বেশী ডিভিডি প্যাক(উবুন্টু সংকলন ও মিন্ট > সংকলন) আজকে সংগ্রহ করতে পারবেন না। যদি সবাই নেবার পর সম্ভব হয় তবেই পেতে > পারেন। একের অধিকের প্রয়োজনে আমরা পরবর্তীতে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এজন্য > ঠিকানা ও অন্যান্য তথ্য আমাদের সঠিকভাবে সরবরাহ আর কুরিয়ার খরচ সহ ডিভিডির > মূল্য অগ্রীম পরিশোধ করতে হবে। > > [শাহরিয়ার তুমি তোমার টি-শার্ট এর মূল্য তালিকাটা জানিয়ে একটা পোষ্ট দাও। এতে > মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসার সুযোগ পাবে।] > > > ধন্যবাদ সবাইকে > > রিং > +8801671411437 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd