@সবাই, অনেকেই প্রচারণার জন্য পোস্টারের চাহিদা জানিয়েছেন। কেউ কেউ নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিসবোর্ডে লাগাবার জন্য চেয়েছেন, কেউ চেয়েছেন পরিচিতজনদের দেবার জন্য। সবার সুবিধার জন্য দুটো ছোট সাইজের পোস্টার তৈরি করা হয়েছে। একটি রঙ্গিন এবং আরেকটি সাদাকালো। প্রিন্ট করার সুবিধার জন্য সাইজ রাখা হয়েছে পরিচিত A4 সাইজ।
লিংক: -------- সাদাকালো পোস্টার: http://blog.shababmustafa.net/assets/bontu-mintu/poster_Grayscale.pdf রঙ্গিন: http://blog.shababmustafa.net/assets/bontu-mintu/poster_Color.pdf যা যা করতে হবে: -------------------- ১. নিজের চাহিদা অনুযায়ী প্রিন্ট / ফটোকপি করতে হবে। ২. আঠা / বোর্ড পিন দিয়ে নোটিসবোর্ড, ক্যান্টিনের দরজা, লাইব্রেরি, লিফট কিংবা সহজে নজরে পড়ে এমন কোন যায়গায় লাগাতে হবে। ৩. কাছের লোকজনদের হাতে হাতে পৌঁছাতে হবে। ৪. ২৩ তারিখের পর কষ্ট করে হলেও লাগানো পোস্টারগুলো নিজ হাতে খুলে নিতে হবে। নইলে জায়গাগুলো নোংরা হয়ে থাকতে পারে এবং লোকজনের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে, যা কোন ভাবেই কাম্য নয়। সবাই যেভাবে সাহায্যের হাত বাড়িযে দিয়েছেন যে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। --- Shabab Mustafa 2010/7/20 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের ওপর সব > ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর নিলেও তো > মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন। > > অনুপ তোমারে ধন্যবাদ। চিপায় চাপায় আমাগো আড্ডার খবর দেওনের লাইগ্যা। > > শাবাব যে কেমনে এত ভালো ভালো খবর ছাপাও বুঝিনা। আমি মিয়া রাইত ১টায় দেখলাম > মেইলডা। ধুর । একদিন পরে যদি খবরই পড়তে হয় তাইলে লাভ আছে কোন? > > রিং > +8801671411437 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd