আমাদের অনুষ্ঠানের দিন আমাদের রয়েকজন স্বেচ্ছাসেবক প্রয়োজন। স্বেচ্ছাসেবকের যোগ্যতা সমূহ:
১. ৪ ঘন্টা একপায়ের উপর ঠায় দাঁড়িয়ে থাকতে পারা। (একটু ভয় দেখালাম আরকি!) ২. সুন্দর করে হাসতে পারা। (দাঁত দেখা গেলে সেটা প্লাস পয়েন্ট :D ) ৩. অতিথিদের সাহায্য করার ইচ্ছা পোষণ করা। মূল দায়িত্ব: ১. অতিথিদের কুশলাদি জিজ্ঞাসা করা ২. অতিথিদের বসার স্থান দেখিয়ে দেয়া ৩. অতিথিদের সমস্যার কথা মন দিয়ে শোনা, ইত্যাদি আগ্রহী ব্যক্তিগণ 'আজকে রাতেই' নাম, ফোন নম্বরসহ আমাকে মেইল করুন sha...@linux.org.bd তে। কিংবা ফোন করতে পারেন ০১৯১১ ৯৩ ৯৯ ২১ নম্বরে। --- Shabab Mustafa 2010/7/20 Junayeed Ahnaf Nirjhor <zombiegenera...@gmail.com> > On Tue, 2010-07-20 at 01:00 +0600, সাজেদুর রহিম জোয়ারদার wrote: > > গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের > ওপর সব > > ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর > নিলেও তো > > মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন। > > আমি সাহায্য করতে পারি, প্রয়োজন হলে। কিভাবে কি করতে হবে জানিয়ে দিলে খুশি > হব। > > > -- > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd