2010/7/20 Shafiul Azam <ad...@muktosource.com>

> ভলান্টিয়ার হওয়ার জন্য উন্মাতাল তারুণ্য ভাইকে মেইল করে দিছি। তবে ভলান্টিয়ার
> এর যোগ্যতার ব্যাপারে এক্টু সমস্যা আছে, "সুন্দর করে হাসতে হবে"
>
> হাসি দেখলে মানুষ জন ভেগে যাওয়ার সম্ভাবনা আছে :| এছাড়া অন্য যোগ্যতায়
> কোয়ালিফাইড :)


আগের কাহিনী বলো, মানে আমি যে ফাইল পাঠিয়েছি তার কোনো অংশ অনুবাদ করেছো
কিনা? আর স্বেচ্ছাসেবক তুমি থাকছো যদি না ফাঁকি মারো।

দু'জনের কথা আজ জানলাম অনেক আগ্রহ দেখিয়ে অনুবাদ করবে বলে জানিয়েও আর খবর নেই।
শাবাব ভাই আজকে কল করেছিল এব্যাপারে কথা হলো। আমি ১২৪১লাইন থেকে বাকিটা শেষ
করার দায়িত্ব নিয়েছিলাম। অনেকটাই বাকি তবে আজকের মধ্যে হয়তো করে ফেলবো। অন্য
যারা যারা আগ্রহ দেখিয়েছিলেন তারা দয়া করে আপডেট জানান। মুভি না দেখে অনুবাদ
কঠিন জানি। তবুও চেষ্টা করতে ক্ষতি কি? না পারলে বরং বেশি করে জানান। লিস্টে
সবার সামনে লজ্জিত বোধ করলে দয়া করে ব্যক্তিগত মেইল করে শাবাব এবং আমাকে
জানান।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to