2010/7/15 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>

> @লেনিন ভাই
>  আমি *রিং* নামেই বেশী পরিচিত আর ওটাতেই স্বচ্ছ্যন্দ বোধ করি। সাজেদ নামে
> আমাকে
> সবাই ডাকুক ওটা আমি চাই না। ওটা আমার কিছু, একান্তই কাছের মানুষের অধিকারে।
> কিছু মনে করবেন না। আর ম্যাকবুক নিয়ে কাজ করার চাইতে আমাদের *বন্টু* কিংবা *
> মিন্টু* দিয়ে কাজ করার ব্যাপারে আমি বেশি আগ্রহী। সেটা করতে পারেন কিনা দেখেন।
>

প্রথমত, আমি যেহেতু আ.প্র এবং প্রজন্মতে খুবই অনিয়মিত তাই আপনার প্রচলিত
সম্বোধন আমার জানার কথা নয়। হা হা যাহোক জানা থাকলো। আমি যেমন আমার মূল
নামের অন্য কোনো অংশ ধরে কেউ ডাকলে প্রচণ্ড বিরক্তবোধ করি(!)।
আপাতত আমি গরিবী ম্যাকবুকের অধিকারি। আগের ল্যাপটপটা অক্কা পাবার আগ পর্যন্ত
উবুন্তুই আমার মূল ওএস ছিলো। তবে, এটিতে উবুন্তু দেবার জো নেই একারণে যে
জায়গা নেই। এবং লাইভসিডি দিয়ে দেখেছি টাচপ্যাড ভালো রেসপন্ড করেনা। ওয়াইফাই,
এজমোডেম ইত্যাদি পেতেও ঝামেলা করে বেশ।

>
> @গৌতম রয়
>  লাইভ স্ট্রিমিং করতে একটা ভালোমানের কম্পু+ওয়েবক্যাম+স্ট্রিমিং
> সফটওয়্যার+হাইস্পীড নেট কানেকশান খুবই জরুরী।

আমার ম্যাকবুকের ক্যাম মনে হয় ১.৩ বা ২মেগাপিক্সেল। কাজ চলে যায় তবে এক্সট্রা
লাইটিং প্রয়োজন হয়। স্ট্রিমিং সফটওয়্যার দেবার আগে মনে হয় আমার ওসটি আপগ্রেড
করতে হবে, অলরেডি রাজুভাইকে অনুরোধ দিয়েছি তার ডিভিডি কিছুক্ষণের জন্য ধার
দিতে। আশা করছি হয়ে যাবে।


> তারো চাইতে বেশী জরুরী একজন দক্ষ
> মানুষের, যিনি এই কাজে পূর্ব অভিজ্ঞতা রাখেন। খুবই ভালো হয় লেনিন ভাই মূল
> চালকের আসনে বসে লাইভ স্ট্রিমিং সেশান টা ম্যানেজ করলে আর গৌতম দা এব্যাপারে
> তার সহকারীর ভূমিকা নিলে।
>
আমি দায়িত্ব নিচ্ছি, তবে এক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত ঝামেলাটার দূর
হয়ে গেলেই নিশ্চিন্ত হওয়া যাবে।

>
> যদি কিউবি কিংবা বাংলালায়ন কিংবা আইকানেক্ট মডেম নিয়ে কেউ আমাদের পাশে এসে
> দাঁড়ান তবে তা খুবই বড়ো একটা প্রাপ্তি হয় আমাদের এ অনুষ্ঠানের আয়োজনে। যদিও
> ওখানে কলাভবন+বানিজ্য ভবনের দু'দুটো ওয়াইফাই হটস্পট আছে তবু কোনরকম ঝুঁকি নিতে
> চাচ্ছিনা।
>
ওখানের ওয়াইফাই শুনেছি অনেক স্পিডী, তবে অনুষ্ঠানস্থলে কেমন হবে জানিনা। আর
ম্যাক ভাই নিজে থেকে  ৫১২কেবি/সে + ওয়্যারলেস রাউটার নিয়ে আসবেন আমাদের
স্ট্রিমিংয়ের জন্য জানিয়েছেন। :)


বাকী বিস্তারিত আমরা নাহয় অনলাইন মিটিংয়ে সেরে নেবো।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to