সাজেদ ভাইকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ অঙ্কুর-কে। তারা সত্যিই খুব দ্রুততার
সাথে সাড়া দিয়েছেন।

শাহরিয়ারের সাথে আমার আজকে কথা হয়েছে। টি-শার্টও সময়মত পাওয়া যাবে বলে আশা করা
যায়।

অতিরিক্ত সফটওয়্যারসহ উবুন্টু এবং মিন্টের কাস্টমাইজড ডিভিডিও প্রায় তৈরি।
সেটাও সময়মতই পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

বাকি থাকছে Revolution OS এর সাবটাইটেল বাংলা করা। এতে প্রায় ১৫০০+ বাক্য
রয়েছে। এটা বাংলা করার জন্য আমি এবং অভ্রনীল দাদা দু'জনে মিলে কাজ শুরু করেছি,
যদিও কাজটা তেমন আগায়নি। শামীম ভাই কি আমাদের সাথে একটু সময় দিতে পারবেন? এই
কাজের জন্য আসলে সবাইকে আহবান করা যাচ্ছে না বলে দুঃখিত।  কারণ সংলাপগুলো সব
মার্কিনী কথ্য ভাষায়। এটার প্রায় ৭০% ই বাংলা কথ্য ভাষায় ভাবানুবাদ করতে হবে। এ
জন্য দুই ভাষাতেই (কিঞ্চিত সাহিত্য ঘেঁষা) লেখালেখি করার অভ্যাস রয়েছে এমন
স্বেচ্ছাসেবক আমাদের প্রয়োজন। যেহেতু কাজটায় আমি কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছি
অতএব এই প্রজেক্টে কাজ করার জন্য প্রয়োজনে আমার সাথে ব্যক্তিগতভাবে মেইলেও
যোগাযোগ করা যাবে।


যেহেতু আমাদের স্থান সংকুলানের সমস্যা মিটে গেল, সেহেতু আমরা এবার জোরেসোরে
প্রচার শুরু করতে পারি। পরের মেইলে জানাচ্ছি আমার মাথায় কি আইডিয়া এসেছে।



---
Shabab Mustafa



On Tue, Jul 13, 2010 at 7:01 PM, Lenin <doctortomor...@gmail.com> wrote:

> I have opened a FB event for everyone's convenience.
>
> If there would be any change to the information needed let me know.
>
>
> http://www.facebook.com/ajax/share_dialog.php?s=7&appid=2344061033&p[]=142457012437978&parent_fbid=410835356999&action_link=share
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to