দারুণ! অঙ্কুরকে অশেষ অশেষ ধন্যবাদ!
ফেসবুকে একটি ইভেন্ট খোলা হোক। 2010/7/13 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > শাবাব কে বলছি > > তুমি একটু সময় করে আগামীকাল দুপুর ১২টার মধ্যে ঢা:বি: তে চলে আসো। আমি অফিস > থেকে চলে আসবো। দু'জনে মিলে "আরসি মজুমদার মিলনায়তন" বুকিং দিয়ে দেবো। আমি > ইতোমধ্যে মিলনায়তন বুকিং দেবার জন্য আবেদনপত্র লিখে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সিল > আর স্বাক্ষর নিয়ে নিতে পাঠিয়ে দিয়েছি। জানো নিশ্চয় ওই মিলনায়তন ঢা:বি: র কোন > শিক্ষকের মন্তব্য বা সুপারিশ ছাড়া কারো/কোন সংগঠনের কাছে ভাড়া দেয় না। তাই আমি > কাজ কিছু এগিয়ে রাখলাম। তুমি কাল ঐ সময়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে চলে এসো। > তারপর আয়োজক কর্তৃপক্ষ হিসেবে আমাদের উপস্থিতিতে আবেদন পত্র মিলনায়তনের > কর্তৃপক্ষের কাছে জমা দেবোখন। > > আর আমার "তথ্যকনিকা" তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি তুমি যে লেখাগুলোর > লিংক দেবে বলেছিলে ওগুলো দ্রুতই দেবে। উবুন্টু আর মিন্টের কাস্টম আইএসও ও তৈরী > হয়ে গেছে। কালকে তুমি আসলে বুকিংএর কাজ শেষে প্রিন্টের জন্য পজিটিভ আর ডিভিডির > তৈরীর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। অগ্রিম প্রস্তুতি আর ঘন্টা দুয়েক সময় যেন > দিতে পারো তেমনি করেই আসবে। > > > রিং > +8801671411437 > +919874079881 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd