বন্ধুরা, এই লিঙ্কটা দেখুন্: http://picasaweb.google.com/lh/photo/JzgoJFFgul2tfs1A4JeHuGIUoTElaQehM_noZ9aXn-8?feat=directlink এখানে I/0 error বলে কিছু দেখছেন কি? প্রত্যেকবার উবুন্টু ইন্স্টল করতে গেলেই আমার্ কম্প্যুটারে এটা দেখাচ্ছে | এটা কি সত্যি কোনো এরর ? কেন বলছি , আমি আরো বেশ কিছু অসুবিধে পাচ্ছি ( যেগুলো এখন বলে তালগোল পাকাব না|) তার মধ্যে একটি অভ্রতে ভালো করে লিখতে না পারা | অভ্র্ এবং বরাহ্ দু'টোই আমি আজ্ প্রায়্ দু'বছর্ ধরে উইন্ডোজে ব্যবহার করে আসছি | লেআউট দু'টোরই আমি জানি | তার পরেও কেন অভ্রতে লিখতে পারছিলাম না অন্য কোনো কারণ আমিও জানি না | আমিতো সাজেদুর ভাই যেমনটা বললেন সেভাবেই লিখবার চেষ্টা করি | সেটি শাবাব ভাই এবং সাজেদুর ভাই দুজনেই টিম ভিউয়ারে দেখেছেন | সাজেদুর ভাইয়ের সঙ্গে আমি gedite অভ্রতে লিখে লিখে চ্যাটও করেছি | কিন্তু উনি যাবার পরে পরেই মেইলে লিখতে গিয়ে দেখি kotha == কথা আসছে না, আসছে কতা| আর্ gediteও ঐ ঔ আসছিল না| সেটি আমি জানিয়েছিও| আপনারা কেউ বুঝে উঠতে পারেন নি| আমিও আমার্ অন্য্ জরুরি কাজে জড়িয়ে গেছি | বরাহের লেআউট অভ্রের মতো প্রায় একই রকম | এক আধটু অন্য রকম | অভ্রনীল যেটি জানতে চাইলেন : সেটি এখানে আছে :http://www.aczoom.com/itrans/ বরাহের আসল লিঙ্ক এখানে দেখুন : www.baraha.com এর ইউনিকোড ভার্সনটা সাম্প্রতিক | আমি এই মেইল উবুন্টু থেকে বরাহ্ + ITRN দিয়ে লিখছি| উইন্ডোজে যেমন লিখি তেমনি লিখছি| বস্তুত উবুন্টু থেকে এই আমার সফল দ্বিতীয় মেইল | শিপলু ভাইয়ের পরামর্শ মতো system>preference->keyboard পরীক্ষা করে দেখেছি | সম্ভবত বরাহ ইন্সটল্ড থাকাতে লেআউট অন্যরকম্ আসছে| প্রভাতেও পরীক্ষা করে দেখেছি| ঠিকই বলছেন আপানারা | সুশান্ত কর
2010/7/11 Lenin <le...@phpxperts.net> > সুশান্তদা নিশ্চয়ই কোনো ভুল করেছিলেন তা নাহলে সাজেদ এবং শাবাব ভাইরা চেষ্টা > করেছিলেন স্ক্রিন শেয়ারিংয়ে সমাধান দিতে তারপরও যখন হয়নি। সুতরাং আমি মনে করি > উনি যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সেটিতেই থাকুন। > তাছাড়া অভ্রতে বাংলা ছাড়া অন্য স্ক্রিপ্টগুলো লেখা যায়না। উনার জন্য ভারতীয় > অন্য ভাষায় লেখাও সুবিধা হবে বরাহতে। > > 2010/7/11 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > > > সুশান্ত দা > > > > আপনার অভ্রে ফোনেটিক লেআউটে কেনো খ,ফ লেখা গেলো না আমি জানি না। আপনাকে ঐ > > অভ্রফোনেটিক লেআউটের একটা ছবি দিয়েছিলাম। সেটা দেখে লিখুন। আর সরাসরি > মহাপ্রাণ > > বর্নগুলো কি লেখেন আপনি মোবাইলে ইংরেজীতে অক্ষরে বাংলা মেসেজ লিখতে ? সেটাই > > খেয়ালে রেখে লিখুন। অবশ্যই অভ্র আপনার হুকুম তামিল করবে। নিচের শব্দগুলো > > দেখুন: > > > > kotha == কথা > > khaTTa == খাট্টা > > pani == পানি > > phani == ফানি > > > > রিং > > +8801671411437 > > +919874079881 > > -- > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Sushanta Kar সুশান্ত কর তিনসুকিয়া, আসাম আমার ব্লগগুলি: http://sushantakar40.blogspot.com http://ishankonerkahini.blogspot.com http://ishankonerkotha.blogspot.com আমার সম্পাদিত 'প্রজ্ঞান' http://pragyan06now.blogspot.com http://sites.google.com/site/pragyan06now আমি পূর্বোত্তরের গৌরব এই অভিধানেও কাজ করি: http://www.xobdo.org/ "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা" রবীন্দ্রনাথ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd