সুশান্তদা, বরাহ'র কোনো কি লেয়াউটের ছবি আছে আপনার কাছে? দেখার খুব ইচ্ছা হচ্ছে। যেই পেজটা দিলেন সেখানে পড়ে এটাকে স্বতন্ত্র কোন কিবোর্ড লেয়াউট মনে হলনা... অবশ্য যারা অভিজ্ঞ টেকি বন্টু তারা ভালো বলতে পারবেন।
তবে বরাহর খবরটা সবার সাথে ভাগাভাগি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে... ১০ জুলাই, ২০১০ ৯:৩৪ pm এ তে, Sushanta Kar <karsushant...@gmail.com> লিখেছে: > হ্যা , প্রভাত সম্পর্কে শিপলু ভাই ঠিকই বলেছেন| উনি বলার পর আমি পরীক্ষা করে > দেখলাম| তাঁর বাকি তথ্যও আমি পরীক্ষা করে জানাচ্ছি| > তবে বরাহের ব্যাপারটাকে আপনারা এক নতুন তথ্য হিসেবেও নিতে পারেন! > সুশান্ত কর > -- .:: অভ্রনীল ::: Ovroniil ::. ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/ ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd