সুশান্তদা নিশ্চয়ই কোনো ভুল করেছিলেন তা নাহলে সাজেদ এবং শাবাব ভাইরা চেষ্টা করেছিলেন স্ক্রিন শেয়ারিংয়ে সমাধান দিতে তারপরও যখন হয়নি। সুতরাং আমি মনে করি উনি যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সেটিতেই থাকুন। তাছাড়া অভ্রতে বাংলা ছাড়া অন্য স্ক্রিপ্টগুলো লেখা যায়না। উনার জন্য ভারতীয় অন্য ভাষায় লেখাও সুবিধা হবে বরাহতে।
2010/7/11 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > সুশান্ত দা > > আপনার অভ্রে ফোনেটিক লেআউটে কেনো খ,ফ লেখা গেলো না আমি জানি না। আপনাকে ঐ > অভ্রফোনেটিক লেআউটের একটা ছবি দিয়েছিলাম। সেটা দেখে লিখুন। আর সরাসরি মহাপ্রাণ > বর্নগুলো কি লেখেন আপনি মোবাইলে ইংরেজীতে অক্ষরে বাংলা মেসেজ লিখতে ? সেটাই > খেয়ালে রেখে লিখুন। অবশ্যই অভ্র আপনার হুকুম তামিল করবে। নিচের শব্দগুলো > দেখুন: > > kotha == কথা > khaTTa == খাট্টা > pani == পানি > phani == ফানি > > রিং > +8801671411437 > +919874079881 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd