ওহ, বলতে ভুলে গিয়েছিলাম। যে যেটাকে অফিশিয়ালি সাপোর্ট করে সেটা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। মানে 'রোমে গেলে রোমান হতে হয়', বা 'মোগলের হাতে পড়লে খানা একসাথেই খেতে হয়'।
উইন্ডোজে NTFS ম্যাকে HFS+ উবুন্তুতে ext3 এগুলো অফিশিয়াল সাপোর্টেড। এগুলো ছাড়া অন্য কিছু ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ ব্যবহারকারীর নিজস্ব। ;) -- M. Nasimul Haque, M.Sc.(SUST) Wessex Institute of Technology Southampton, UK -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd