ডেস্কটপের জন্য ext3 -ই সর্বোত্তম। jfs -এর ব্যবহারটা একটু ভিন্ন। এছাড়াও অফিশিয়ালি ext3 ব্যবহৃত হয়, মানে অফিশিয়ালি সাপোর্টেড প্রায় সব ডিস্ট্রিবিউশনের জন্য। জার্নালিং ext3 -তেই আছে। এর জন্য jfs ব্যবহারের দরকার নাই।
যাইহোক, নাসির মনে হয় উইন্ডোজ পার্টিশনের কথা বলতে চাচ্ছে উবুন্তুতে মাউন্ট করার জন্য। যদি তাই হয়, তবে fat বা ntfs -এর মধ্যে অবশ্যই ntfs ভালো। কিছুদিন আগ পর্যন্ত এনটিএফএসের ড্রাইভার বেটা ছিল, তাই তখন ফ্যাট দিয়ে শেয়ারিং-এর কাজ করা হতো। এখন আর এনটিএফএসের জন্য কোন সমস্যা নাই। ফ্যাট বহু পুরনো আর বাতিল এফএস। পারলে এটা এখন ব্যবহার করা উচিত না। -- M. Nasimul Haque, M.Sc.(SUST) Wessex Institute of Technology Southampton, UK -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd