প্রিয় আজম ভাই,
আসলে সবাই এখন http://forum.linux.org.bd/ ব্যবহার করে। ঐখানেই সবচেয়ে বেশি আলোচনা
হয়। আর মেইলিং লিস্টের চেয়ে ফোরামে আলোচনা করা অনেক সহজ ও সুবিধাজনক। যেকোন টপিক
খুজে বের করা যায়, স্ক্রিনশট দেয়া যায়, ইত্যদি অনেক সুবিধা পাওয়া যায়। এ কারনেই
হয়তো সবাই ওখানে বেশি আলোচনা করছে। কোলাহল কিন্
আমার কাছে মেইলি লিস্টের চেয়ে ফোরামই ভালো লাগে, সমস্ত প্রশ্ন সমাধান ইত্যাদি
সাজানো অবস্থায় থাকে, ফলে যেকেন সমস্যার সমাধান সহজে খুজে পাওয়া যায়। যেটা
ইমেইললিস্টে থাকেনা। আর আমাদের মত নতুন ইউসাররা ফোরামে সহজে উত্তর খুজে পায়,
যেহেতু
সব সাজানো থাকে, সবকিছুর রেকর্ড থাকে। মেইলে যারা সাহায্য পাচ্ছেন তার
উপরে কয়েকটা পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতিতে কাজ হল সেটা বললেন না যে? সেটা বললে সবার
জন্যই সুবিধা হত।
From: সাজেদুর রহিম জোয়ারদ
To: Ubuntu Bangladesh
Sent: Fri, 15 October, 2010 20:32:43
Subject: Re: [Ubuntu-BD] জিপি কানেকশনের চীনা ইউএসবি মডেম উবুন্টুতে কাজ করছে না
there is no ALTERNATIVE CD for linux mint. So you'll not able to find an
alternative cd for mint. That means you can't install gimp in ubuntu using mint
live cd.
From: Shoyeb Mahmood
To: Ubuntu Bangladesh
Sent: Mon, 8 November, 2010 18:03:35
Subject: Re: [Ub
This is not a Linuxmint Mailing list, it is the Official mailing List for
UbuntuBD. If you have any problem regarding Ubuntu, Kubuntu, Xubuntu, Edubuntu
then post it here, otherwise please post your problems in LinuxMintBD mailing
list. If you have anything to know about Fedora please post the q
প্রিয় হাবীব কবির ভাই
এই রকম আরো বহু অফটপিক আলোচনা এই মেইলিং লিস্টে হয়ে থাকে।
that's why I requested the moderators to become more strict and filter out the
Non-Ubuntu or Non-UbuntuBD mails.
তবে এটা যেহেতু উবুন্টু বিডির মেইলিং লিস্ট এবং উবুন্টু শব্দের অর্থই হলো সবার
জন্য
মানবতা তাইমানবতা
আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল
http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ নামে
একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও নাকি
একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা দে
: [Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান
না?
2011/5/30 Habib Kabir
> আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল
> http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ
> নামে
> একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উ
সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জিনিস ক্লিয়ার করে দেবার জন্য।
তবে আমার প্রশ্নটার যথার্থ উত্তর এখনো পাইনি। প্রশ্নটা ছিল ""লিনাকস উইন্ডোজের
সমান
সমান হতে পারবে কিনা ""। আমি এখানে ডেস্কটপের কথা বলছি। সার্ভার বা গুগলফেজবুক
লিনাকসে চলে এগুলো জানতে চাচ্ছিনা, আমি জানতে চাচ্ছি ডেস্কটপে লিনাকসের ভবিষ্যত
েন উবুন্টু বাংলাদেশের সদস্যই উবুন্টুকে পচাচ্ছেন?
From: Shabab Mustafa
To: Ubuntu Bangladesh
Sent: Tue, 31 May, 2011 13:19:01
Subject: Re: [Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান
না?
2011/5/31 Habib Kabir
> তবে আমার প্রশ্নটার যথার
আমি আমার বন্ধুকে নতুন একটা ডেস্কটপ কিনে দিতে সাহায্য করতে চাই। কোর আই-৩ এর
প্রসেসর হতে হবে।ল্যানকার্ড, স্কেনার, প্রিন্টারও থাকবে।আপাতত কোন এক্সটারনাল
গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড কিনবেনা (তবে ভবিষ্যতে কিনবে), ইন্টারনাল কার্ড
দিয়েই কাজ চালিয়ে নেবে। এখন কি কনফিগারেশনের কোন মাদারবোর্ড, রেম, হা
একটা প্রস্ন ছিল, উবুন্টু পছন্দ না হলে উবুন্টু'র মেইলিং লিস্টে যোগ দিলেন কেন?
From:Junayeed Ahnaf Nirjhor
To:ubuntu-bd@lists.ubuntu.com
Sent:Sun, 12 June, 2011 15:02:22
Subject:[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি
ইউনিটি আমি সেভাবে ট্রাই করি নাই। একটু টিপে টুপে দেখেছি
সবাইকে অনেক ধন্যবাদ। আমার নিজের কম্পিউটারই ঝামেলা করছে, নেট লাইনও ঝামেলা করছিল,
তাই এইকয়দিন কোন জবাব দিতে পারিনি।
ঢাকা বা চট্টগ্রামে কি উবুন্টু'র উপযোগী কম্পিউটার কোথাও বিক্রি হয়? কিংবা আমি
যদি
দোকানে গিয়ে বলি যে উবুন্টুর জন্য কম্পিউটার দরকার তবে কোন কোন দোকানে সাহায্য
পেতে
পারি?
--
Ubun
সালাম সবাইকে। আমি আমার নিজের কম্পিউটারে আর আমার বন্ধুর কম্পিউটারে কুবুন্টু
১১.০৪
সেটাপ দিব। আমি চাচ্ছি একটা কম্পিউটারের কুবুনটুতে দরকারি াফটওয়্যারগুলো ডাউনলোড
করে অন্যা কম্পিউটারের কুবুন্টুতেও সেটা ইনস্টল করতে। মানে আমার কম্পিউটারে যে
কুবুনটু ইনস্টল করব , সেটাতে ইন্টারনেট আছে, সেটাতে সবগুলো সফ
সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটা একটা পদ্ধতি অবলম্বন করে দেখি কী হয়! প্রথমে
কেরাইক্স ডাউনলোড করছি। দেখি এটা দিয়ে কি করা যায়।
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
এই রকম জিনিস তো ইতিমধ্যেই আছে! নিচের লিংক দেখুনঃhttp://adnan.quaium.com/ubuntu
আমি সবাইকে এই লিংকটাই রেফার করি, এবং সবাই খুব সহজেই সবকিছু বুঝতে পারে বলেই
আমাকে জানিয়েছে। আমি নিজেই এই লিংক থেকে হাতেখড়ি নিয়েছি!
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
16 matches
Mail list logo