প্রিয় আজম ভাই, আসলে সবাই এখন http://forum.linux.org.bd/ ব্যবহার করে। ঐখানেই সবচেয়ে বেশি আলোচনা হয়। আর মেইলিং লিস্টের চেয়ে ফোরামে আলোচনা করা অনেক সহজ ও সুবিধাজনক। যেকোন টপিক খুজে বের করা যায়, স্ক্রিনশট দেয়া যায়, ইত্যদি অনেক সুবিধা পাওয়া যায়। এ কারনেই হয়তো সবাই ওখানে বেশি আলোচনা করছে। কোলাহল কিন্তু ওখানে ঠিক শুনতে পাওয়া যায়।
2010/10/2 ajom mahmud <ajom...@gmail.com> > প্রিয় সবাই, > বেশ কয়েক দিন (প্রায় ২০/২২ দিন) থেকে আমি উবুন্টু লিষ্টে কোন মেইল পাচ্ছি না। > আপনারা কেউ কি পাচ্ছেন? > নাকি লিনাক্স নিয়ে আর কেউ কোন সমস্যায় পড়ছেন না? > যদি তাই হয় তাহলে তো লিনাক্সের জয়। > তা না হলে প্লিজ কেউ হেল্প করুন কেন আমি আর আগের মতো লিনাক্স এর কোলাহল > শুনতে পাই না! > > সবার ভালো থাকা কাম্য। > > বিণত > আজম > তানোর, রাজশাহী। > ০১১৯৯৩৫১৫৪৬ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd