উপরে কয়েকটা পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতিতে কাজ হল সেটা বললেন না যে? সেটা বললে সবার জন্যই সুবিধা হত।
________________________________ From: সাজেদুর রহিম জোয়ারদ <tosha...@gmail.com> To: Ubuntu Bangladesh <ubuntu-bd@lists.ubuntu.com> Sent: Fri, 15 October, 2010 20:32:43 Subject: Re: [Ubuntu-BD] জিপি কানেকশনের চীনা ইউএসবি মডেম উবুন্টুতে কাজ করছে না নিউটন ভাইয়ের মডেম ইতোমধ্যে উবুন্টুতে কানেক্ট হয়েছে। কনফিগার করা গেছে। নেট কানেকশান ও পেয়েছে। কিন্তু সমস্যাটা হলো জিপির নেট সার্ভিস নিয়ে। ওদের নেট এখন এতোই 'ফাস্ট' যে বাংলালিংকের বর্তমানে "ইউটিউব থেকে ডাউনলোড" নিয়ে যে বিজ্ঞাপন দেখায় চ্যানেলগুলোয় তা একেবারে বাস্তব হয়ে ধরা দিচ্ছে। আর নিউটন ভাই কিশোরগঞ্জে থাকায় ডাটা কানেকশান আরো সেই রকম, একেবারে ".........ক্লাস"!!! ফলে উনি কোন আপডেট দিতে পারেন নাই। নিউটন ভাইয়ের পক্ষে আমিই দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd