প্রিয় সুধী,

আশা করি সবাই ভালো আছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে অনেকের অনুরোধ এবং রমজান ও ঈদের ব্যস্ততার বিষয়টি বিবেচনায় বাংলার প্রেমে উইকি ২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতার সময়সীমা ১০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা আশা করি, অনেক প্রতিযোগীর ঈদের ছুটিতে পাখির ছবি তোলার অনন্য সুযোগ থাকবে। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা আরও চমৎকার ও বৈচিত্র্যময় ছবি জমা দিতে পারবেন।

        * অংশগ্রহণের লিঙ্ক: https://w.wiki/DERr
        * প্রতিযোগিতায় আপলোডকৃত সকল ছবি দেখুন: https://w.wiki/DcSm

সবাইকে বাংলার প্রেমে উইকি ২০২৫ আয়োজক দলের পক্ষ থেকে আগাম ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,
রকি
বাংলার প্রেমে উইকি ২০২৫ আয়োজক দলের পক্ষে
_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- wikimedia-in-wb@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-in-wb-le...@lists.wikimedia.org

Reply via email to