সুধী, আমরা আপনাদের সবাইকে জানাতে আনন্দিত যে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল আগামীকাল থেকে কলকাতার শতাব্দী প্রাচীন রামমোহন লাইব্রেরি এবং ফ্রি রিডিং রুমে <https://reasonator.toolforge.org/?q=Q68023417&lang=bn> একটি গ্ল্যাম প্রকল্প শুরু করছে। একজন উইকিমিডিয়ান-ইন-রেসিডেন্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং লাইব্রেরির পাবলিক ডোমেইন সংগ্রহগুলিকে ডিজিটাইজ করার জন্য নিযুক্ত করা হয়েছে।
এই প্রকল্পকে বাস্তবে রূপান্তরিত করার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। গ্ল্যাম প্রকল্পটি এখানে পাওয়া যাবে - https://bn.wikisource.org/s/i1po শুভেচ্ছান্তে, বোধিসত্ত্ব
_______________________________________________ Wikimedia-in-WB mailing list -- wikimedia-in-wb@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-in-wb-le...@lists.wikimedia.org