ধন্যবাদ শাবাব, প্রশ্নগুলির  জন্য।

১. বর্তমান উইকিসংকলন সম্প্রদায়ের আয়তন খুব একটা বড় নয়, মাত্র ৪-৫ নিয়মিত
সক্রিয় অবদানকারী রয়েছেন। যাই হোক, এই প্রতিযোগিতা মূলত জয়ন্তদা, হৃষিকেশদা ও
আমি আয়োজন করছি। ব্যক্তিগত ভাবে কারোর নাম আলাদা করে উল্লেখ করা নেই, তা ঠিক।

২. এই পাতায় সমস্ত কিছুর উল্লেখ রয়েছে, https://bn.wikisource.org/s/caoi ,
মনে হয় আপনি লিঙ্কটা মিস করেছেন। :-)

৩. পুরস্কার সংক্রান্ত তথ্য এই পাতায় রয়েছে, https://bn.wikisource.org/s/capm
, মনে হয় আপনি এই লিঙ্কটাও মিস করেছেন। :-)

৪. সাহায্যের জন্য একটি সাহায্য কেন্দ্র রয়েছে, তাঁর লিঙ্কও
https://bn.wikisource.org/s/capx প্রকল্প পাতায় দেওয়া রয়েছে। সেখানে যে কোন
অভিজ্ঞ উইকিসংকলকই সাহায্য করবেন। :-)

2016-12-25 19:59 GMT+05:30 Shabab Mustafa <shabab.must...@gmail.com>:

> বোধিসত্ত্বকে ধন্যবাদ সংবাদটি পৌঁছে দেবার জন্য। কিন্তু এই পেইজে গিয়ে মনে
> হয়েছে কিছু প্রশ্নের উত্তর বাকী থেকে গেল:
>
> ১. আয়োজক হিসেবে বলা হয়েছে "বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়"। কিন্তু সম্প্রদায়
> তো একটা বড় বিষয়! সম্প্রদায়ের পক্ষে আয়োজনের কাজগুলো সম্পাদন করার জন্য
> দায়িত্বগুলো পালন করবেন বা "পয়েন্ট অব কন্টাক্ট" কে হচ্ছেন?
>
> ২. পুরষ্কারের মেট্রিক্সে বলা হয়েছে "প্রতিটি কাজের জন্য প্রতিযোগী নির্দিষ্ট
> পয়েন্ট পাবেন" কিন্তু কাজগুলো কী কী এবং কোন কাজের জন্য কত পয়েন্ট পাওয়া
> যাবে, পয়েন্টগুলো কীভাবে হিসেব করা হবে, পয়েন্টগুলো কে দেবেন সেই ব্যাপারে
> কিছু বলা হয় নি। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রতিযোগীদের এই বিষয়গুলো জানার
> অধিকার থাকা উচিৎ নয় কি?
>
> ৩. এই প্রতিযোগিতার পুরষ্কার হিসেবে কী থাকছে সে ব্যাপারে কিছু উল্লেখ নেই।
>
> ৪. নতুন স্বেচ্ছাসেবকগণ কোন সমস্যার সম্মুখীন হলে সে ব্যাপারে কার সাথে
> যোগাযোগ করবেন বা কোথায় গিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সে ব্যাপারেও
> নির্দেশনা থাকা প্রয়োজন ছিল।
>
>
> অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি এড়াতে এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, আমার
> উদ্দেশ্য 'খুঁত ধরা' নয়। বরং মতামত/পরামর্শ দিয়ে প্রতিযোগিতাটিকে
> সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে সাহায্য করাই আমার উদ্দেশ্য। উইকিমিডিয়া
> বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছরে আমরা বেশ কিছু অনলাইন / অফলাইন এডিট-আ-থন
> এবং WLM আয়োজন করেছি। সেগুলো আয়োজন করার (তিক্ত এবং মধুর উভয়) অভিজ্ঞতা থেকেই
> বিষয়গুলোর অভাব অনুভব করছি।
>
> ধন্যবাদ।
>
>
> ---
> Shabab Mustafa
>
> 2016-12-24 10:27 GMT+06:00 Bodhisattwa Mandal <bodhisattwa.rg...@gmail.com
> >:
>
>> সুধী,
>>
>> উইকিসংকলনের দশম বার্ষিকী উপলক্ষে আগামী ১লা জানুয়ারি থেকে ৩১শে জুলাই, ২০১৭
>> এই সাত মাস ব্যাপী প্রুফরিড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
>>
>> বিস্তারিত এখানে পাবেন। https://bn.wikisource.org/s/cal0
>>
>> সকলের অংশগ্রহণ কামনা করি।
>>
>> শুভেচ্ছান্তে,
>>
>> --
>> Bodhisattwa
>>
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> wikipedia...@lists.wikimedia.org
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> wikipedia...@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>


-- 
Bodhisattwa
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: 
<https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20161225/4e66b3a1/attachment.html>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list
Wikimedia-in-WB@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

Reply via email to