বোধিসত্ত্বকে ধন্যবাদ সংবাদটি পৌঁছে দেবার জন্য। কিন্তু এই পেইজে গিয়ে মনে হয়েছে কিছু প্রশ্নের উত্তর বাকী থেকে গেল:
১. আয়োজক হিসেবে বলা হয়েছে "বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়"। কিন্তু সম্প্রদায় তো একটা বড় বিষয়! সম্প্রদায়ের পক্ষে আয়োজনের কাজগুলো সম্পাদন করার জন্য দায়িত্বগুলো পালন করবেন বা "পয়েন্ট অব কন্টাক্ট" কে হচ্ছেন? ২. পুরষ্কারের মেট্রিক্সে বলা হয়েছে "প্রতিটি কাজের জন্য প্রতিযোগী নির্দিষ্ট পয়েন্ট পাবেন" কিন্তু কাজগুলো কী কী এবং কোন কাজের জন্য কত পয়েন্ট পাওয়া যাবে, পয়েন্টগুলো কীভাবে হিসেব করা হবে, পয়েন্টগুলো কে দেবেন সেই ব্যাপারে কিছু বলা হয় নি। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রতিযোগীদের এই বিষয়গুলো জানার অধিকার থাকা উচিৎ নয় কি? ৩. এই প্রতিযোগিতার পুরষ্কার হিসেবে কী থাকছে সে ব্যাপারে কিছু উল্লেখ নেই। ৪. নতুন স্বেচ্ছাসেবকগণ কোন সমস্যার সম্মুখীন হলে সে ব্যাপারে কার সাথে যোগাযোগ করবেন বা কোথায় গিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সে ব্যাপারেও নির্দেশনা থাকা প্রয়োজন ছিল। অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি এড়াতে এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, আমার উদ্দেশ্য 'খুঁত ধরা' নয়। বরং মতামত/পরামর্শ দিয়ে প্রতিযোগিতাটিকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে সাহায্য করাই আমার উদ্দেশ্য। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছরে আমরা বেশ কিছু অনলাইন / অফলাইন এডিট-আ-থন এবং WLM আয়োজন করেছি। সেগুলো আয়োজন করার (তিক্ত এবং মধুর উভয়) অভিজ্ঞতা থেকেই বিষয়গুলোর অভাব অনুভব করছি। ধন্যবাদ। --- Shabab Mustafa 2016-12-24 10:27 GMT+06:00 Bodhisattwa Mandal <bodhisattwa.rg...@gmail.com>: > সুধী, > > উইকিসংকলনের দশম বার্ষিকী উপলক্ষে আগামী ১লা জানুয়ারি থেকে ৩১শে জুলাই, ২০১৭ > এই সাত মাস ব্যাপী প্রুফরিড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। > > বিস্তারিত এখানে পাবেন। https://bn.wikisource.org/s/cal0 > > সকলের অংশগ্রহণ কামনা করি। > > শুভেচ্ছান্তে, > > -- > Bodhisattwa > > > _______________________________________________ > Wikipedia-BN mailing list > wikipedia...@lists.wikimedia.org > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn > > -------------- next part -------------- An HTML attachment was scrubbed... URL: <https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20161225/c9419490/attachment.html> _______________________________________________ Wikimedia-in-WB mailing list Wikimedia-in-WB@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb