রিমাইন্ডার: উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে <https://bd.wikimedia.org/s/235> অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজকেই (আর মাত্র কয়েক ঘণ্টা বাকী)।
On Sat, Jul 23, 2022 at 3:25 PM Shakil hosen <mds851...@gmail.com> wrote: > প্রিয় সবাই, > > অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিম্যানিয়া > <https://bn.wikipedia.org/s/jp4> ২০২২ উপলক্ষ্যে আগামী ১২ আগস্ট > উইকিমিডিয়া বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় উইকিম্যানিয়া ২০২২ – > বাংলাদেশ পর্ব নামে একটি দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে > উইকিমিডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত যেমন উইকিপিডিয়া, অন্যান্য উইকিসমূহ, > মুক্ত জ্ঞান ও বিষয়বস্তু সম্পর্কিত সামাজিক এবং প্রযুক্তিগত দিক উপস্থাপনা ও > আলোচনা করা হবে। বাংলাদেশে অবস্থানকারী উইকিমিডিয়ানরা এই সম্মেলনে অংশগ্রহণ > করতে পারবেন। আসনসংখ্যা সীমিত হবার কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করার > লক্ষ্যে অংশগ্রহণের প্রাথমিক আবেদন সংগ্রহ করা হচ্ছে। আবেদন করতে এখানে > ক্লিক করুন > <https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekWAubA6o1ZHE_WXY6O880ym7w16R1PHW_DeRaPNIM4kdIdw/viewform> > । > > উইকিম্যানিয়া ২০২২ এর বৈশ্বিক আয়োজন ১১ - ১৪ আগস্ট ২০২২ অনলাইনে অনুষ্ঠিত > হবে। এই আয়োজনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বাংলাদেশে বসবাসকারী উইকিমিডিয়ানদের > জন্য উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক সীমিত সংখ্যক ইন্টারনেট ডাটা প্যাকেজ বৃত্তি > দেয়া হবে। আপনি যদি বৃত্তি পেতে আগ্রহী হন, তবে এই গুগল ফর্মটি > <https://docs.google.com/forms/d/e/1FAIpQLSez6uADSg0DtimssWHK510rAaDKpAPOPz_qHvvXgkBnJQA7sQ/viewform> > পূরণ করুন। জমা পড়া প্রাথমিক আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের > তালিকা চূড়ান্ত করা হবে। > > বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://bd.wikimedia.org/s/235 > > আবেদন গ্রহণ *১ আগস্ট, ২০২২* পর্যন্ত চলবে। মূল আয়োজকদলের পক্ষে, > -- > *শাকিল হোসেন* > Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram > <https://t.me/ShakilMdsHosen> > -- *শাকিল হোসেন *(he/him) Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram <https://t.me/ShakilMdsHosen>
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org