সুপ্রিয় সবাই, উইকিম্যানিয়া ২০২২ উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উইকিম্যানিয়া ২০২২ বাংলাদেশ পর্বে <https://w.wiki/5Uqj> উপস্থাপনা সেশনের আহ্বান <https://w.wiki/5W97> করা হয়েছে। এই আয়োজনে ৬টি বিষয়ভিত্তিক উপস্থাপনা এবং ৬টি সংক্ষিপ্ত উপস্থাপনা সেশন নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি বিষয়ভিত্তিক উপস্থাপনার জন্য সময় থাকছে ১৫ মিনিট এবং প্রতিটি সংক্ষিপ্ত উপস্থাপনার জন্য সময় থাকছে ৫ মিনিট। সময়ের অপ্রতুলতার কারণে উপস্থাপনার সংখ্যা বৃদ্ধির সুযোগ না থাকায় জমা পড়া উপস্থাপনা প্রস্তাবের সংখ্যা বেশি হলে গুরুত্ব অনুসারে উপস্থাপনাসমূহ চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। আগ্ৰহীদের এই গুগল ফর্মটি <https://docs.google.com/forms/d/e/1FAIpQLScBlKBK5bsZ41D2gZr0mVbNP14JBTh0UMfZt5JCVY2ehSkM7w/viewform> পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মূল আয়োজক দলের পক্ষে, -- *Shakil Hosen *(he/him) Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram <https://t.me/ShakilMdsHosen>
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org