আসসালামু আলাইকুম। উইকিমিডিয়া বাংলাদেশের সদ্য নির্বাচিত নির্বাহী পরিষদের শাবাব মুস্তাফা (সভাপতি)অঙ্কন ঘোষ দস্তিদার (সাধারণ সম্পাদক)মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ) এর প্রতি শুভকামনা ও অভিনন্দন রইল। জয় বাংলা। মাহবুব হোসেন Ex PS to প্রয়াত আবদুল মতিন খসরু,MP আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।
On Sun, 13 Mar, 2022 at 19:24, Tanvir Rahman <wikitan...@gmail.com> wrote: > সুধী, > > আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদ্য নির্বাচিত > নির্বাহী পরিষদ নিজেদের মধ্যে আলোচনা ও ভোটাভুটি শেষে সফলভাবে তিন জন দপ্তর > নির্বাহী নির্বাচন করেছে ও এ সংক্রান্ত একটি রেজোলিউশন পাশ হয়েছে।[১] > > বর্তমান মেয়াদে নিম্নোক্ত দপ্তর নির্বাহীগণ স্ব স্ব পদে তাদের দায়িত্ব > পরিচালনা করবেন। > > শাবাব মুস্তাফা (সভাপতি) > অঙ্কন ঘোষ দস্তিদার (সাধারণ সম্পাদক) > মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ) > > নির্বাহী পরিষদের সহায়তায় সদ্য নির্বাচিত দপ্তর নির্বাহীগণ সফলভাবে তাদের > দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি। > সেই সাথে নতুন দপ্তর নির্বাহীদের প্রতি শুভকামনা রইলো। > > > বিনীত, > > তানভির রহমান > > [১] https://bd.wikimedia.org/s/21u > _______________________________________________ > Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org > To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org >
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org