সুধী,

আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদ্য নির্বাচিত
নির্বাহী পরিষদ নিজেদের মধ্যে আলোচনা ও ভোটাভুটি শেষে সফলভাবে তিন জন দপ্তর
নির্বাহী নির্বাচন করেছে ও এ সংক্রান্ত একটি রেজোলিউশন পাশ হয়েছে।[১]

বর্তমান মেয়াদে নিম্নোক্ত দপ্তর নির্বাহীগণ স্ব স্ব পদে তাদের দায়িত্ব
পরিচালনা করবেন।

শাবাব মুস্তাফা (সভাপতি)
অঙ্কন ঘোষ দস্তিদার (সাধারণ সম্পাদক)
মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ)

নির্বাহী পরিষদের সহায়তায় সদ্য নির্বাচিত দপ্তর নির্বাহীগণ সফলভাবে তাদের
দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।
সেই সাথে নতুন দপ্তর নির্বাহীদের প্রতি শুভকামনা রইলো।


বিনীত,

তানভির রহমান

[১] https://bd.wikimedia.org/s/21u
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org

Reply via email to