লিনাক্স নিয়ে অনেক রকম FUD ছড়ানো হয়। লিনাসের মাইক্রোসফটে যোগ দেওয়া এটা একটা।
আর আমি যদি একটা মনোলিথিক কার্নেল বানাই, তার মানে তো এই না যে আমি একটা
হাইব্রিড
কার্নেলওয়ালা ওএস এর টীমের সাথে কাজ করতে পারবোনা। এইটা পারসোনাল চয়েস। গুগলে
মারিসা মেয়ার ছিল, উনি এখন ইয়াহুতে, তার মানে গুগল ইয়াহু তো মিলে মিশে যায়নি।

উবুন্টু যদি লিনাক্স রাখতে না চায় আমি দোষের কিছু দেখিনা। আসলে ব্র্যান্ড হল
উবুন্টু, আমরা চিনি
উবুন্টু নামে। এনড্রয়েড যদি লিনাক্স ব্যবহার করে লিনাক্স নাম না রাখে তাহলে
উবুন্টুর সমস্যা কি?

আসলে আমার জন্য সিস্টেমটা কাজ করলেই হল, হোক সেটা লিনাক্স কার্নেল অথবা এনটি
কার্নেল।


2013/5/1 Abu Ashraf Masnun <mas...@gmail.com>

> ইন্টারেস্টিংলি, গতকাল আমার ইউনির একজন শিক্ষক ব্যঙ্গ করে বলছিলেন, তোমাদের
> > লিনাস সাহেব তো মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। এতোদিন মাইক্রোসফটের বিরুদ্ধে তো
> খুব
> > চেঁচালে! এখন সুযোগ বুঝে মাইক্রোসফটেই যাচ্ছ।
> >
>
> এপ্রিল ফুল প্র্যাংকটা দেখি উনি সিরিয়াসলিই নিয়েছেন । তবে লিনাসের ইচ্ছা হলে
> তিনি মাইক্রোসফট, এ্যাপল যার সাথে খুশি কাজ করতে পারেন । তাতে তাকে নিয়ে
> চেচানোয় তো কোন সমস্যা দেখি না ।
>
>
> >
> > ঘটনা সত্য কিনা জানি না। কিন্তু আগেও কোথায় যেন এ ধরনের একটা কথা শুনেছিলাম।
> > সেটারই কোনো ইফেক্ট কি?
> >
>
> উবুন্টুর পরিবর্তনগুলোতে মনে হয় না লিনাসের তেমন কোন হাত আছে । শাটলওয়ার্থই
> ওখানে অধিপতি বলেই জানি ।
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to