ইন্টারেস্টিংলি, গতকাল আমার ইউনির একজন শিক্ষক ব্যঙ্গ করে বলছিলেন, তোমাদের > লিনাস সাহেব তো মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। এতোদিন মাইক্রোসফটের বিরুদ্ধে তো খুব > চেঁচালে! এখন সুযোগ বুঝে মাইক্রোসফটেই যাচ্ছ। >
এপ্রিল ফুল প্র্যাংকটা দেখি উনি সিরিয়াসলিই নিয়েছেন । তবে লিনাসের ইচ্ছা হলে তিনি মাইক্রোসফট, এ্যাপল যার সাথে খুশি কাজ করতে পারেন । তাতে তাকে নিয়ে চেচানোয় তো কোন সমস্যা দেখি না । > > ঘটনা সত্য কিনা জানি না। কিন্তু আগেও কোথায় যেন এ ধরনের একটা কথা শুনেছিলাম। > সেটারই কোনো ইফেক্ট কি? > উবুন্টুর পরিবর্তনগুলোতে মনে হয় না লিনাসের তেমন কোন হাত আছে । শাটলওয়ার্থই ওখানে অধিপতি বলেই জানি । -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd