ভিডিও টিউটোরিয়ালের বিষয়টা ভাল, এ নিয়ে এগুনো যায়। স্ক্রীণশটের দায়িত্ব একজন
নিলেই হবে। একই রকম স্ক্রীণশট নেয়া সম্ভব হবে তাহলে। একসময় ম্যাভেরিকের
টিউটোরিয়াল তৈরীর দায়িত্ব নিয়েছিলাম আমরা অনেকে, সেটি আলোর মুখ দেখেনি। এবারো
এমন কিছু হবে না তার নিশ্চয়তা কি ? কাজে নামলে তা শেষ করার বাসনা নিয়ে নামতে
হবে।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to