টিউটোটার মূল লিংক হবে অনেকটা এরকম:
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Tutorial/

আপাতত .odt তে লিখে আমাকে পাঠালেও হবে, আমি সম্পাদনা করে উইকিতে দিয়ে দেব।
কিন্তু তারো আগে আমাদের যা দরকার সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল বাহিনী যারা
প্রতি রিলিজেই টিউটোটা আপডেট করবে। এবং যারা নতুন টিউটো লেখকদের গড়ে তুলবে।
পুরো ব্যাপারটা হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাছাড়া কাজগুলো ভাগ করে নেয়া
দরকার।

লেখার কাজগুলোও ভাগ করে নেয়া দরকার। স্ক্রিনশটগুলো সবারই একই রকম হওয়া জরুরি,
নাহলে লোকজন একেক পেজে একেক স্ক্রিনশট দেখে ভড়কে যাবে।

2012/2/22 Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com>

> সহায়িকা লেখা কি উইকিতে শুরু করব নাকি গুগল ডক্সে। আমি গুগল ডক্সে লেখার
> পক্ষে। আপনারা কী বলেন?
>


-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to