On 02/20/2012 06:29 PM, sagir khan wrote:
এগুলো করলেও অনেক ভালো হবে। আমরা যারা এতদিন উবুন্টু ব্যবহার করেও এগুলো
জানিনা তারা জানতে পারবো।

আমি বলছিলাম নতুনদেরকে মাথায় রেখে।



ব্যাপার হল, অনেকেই নতুন এবং আগেও কিছু জিনিষে এসেছে। একই জিনিষ বার বার শুনতে তো কারো ভালো লাগে না। লিস্ট, কমিউনিটিতে মানুষকে আগ্রহী করে তুলতে হলে এই পুরানো কথা বাদ দিয়ে নতুন ইনিশিয়েটিভ নিতে হবে যাতে সবাই আগ্রহী হয়।

আজ থেকে প্রায় ৩ বছর আগে বন্টু মিন্টুর আড্ডাতে (ভুল হতে পারে, ২ বছর মনে হয়) কি অসাধারণ দর্শক সমাগম হয়েছিল মনে আছে, পরে আর এমন হয় নাই কারণ ঐখানে মানুষ নতুন কিছু পেয়েছিল, পরে যেখানেই গিয়েছে তাতে একই জিনিষ বার বার দেখছে। আর কতদিন মানুষ এক জিনিষ ঘুরায় ফিরায় দেখবে?

তাই আর কি, নতুনভাবে চিন্তা করা যায়। ফেইল করতে পারে, তবে তাতেই বা কি? পরিবর্তন সবসময়েই একটু কঠিন।

--
Junayeed Ahnaf Nirjhor
Core Developer Intern, Diaspora
Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to