On 02/20/2012 06:23 PM, sagir khan wrote:
ওয়ার্কশপে যে বিষয়গুলো আসতে পারে-
কিভাবে উবুন্টু শুরু করবেন?
কিভাবে ইনস্টল করতে হয়?
ডেস্কটপ পরিচিত।
সফটওয়্যার ইনস্টল এবং আনইস্টল করা।
অফলাইনে সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি।
জানালার বিকল্প সফটওয়্যারগুলোর তালিকা এবং তাদের ব্যবহার?
কমান্ড লাইন ব্যবহার করার কৌশল?
নেট সংযোগ। পারলে ব্রডব্যন্ড এবং মডেমতো অবশ্যই। উবুন্টুতে কোন কোন কম্পানির
মডেম ভালো চলে তা জানালে ভালো।
উবুন্টুর সুবিধাগুলো।
এই থাক। এগুলো হাতে কলমে দেখাতে পারলে নতুন যারা আসতে চাচ্ছে তােদর সংশয় ৯০
ভাগ কেটে যাবে বলে আশা করি।
আচ্ছা , ওয়ার্কশপ , মিটিং, জ্যাম, সমাবেশ সবেতেই একই জিনিষ বারবার হয়ে যাচ্ছে
না? পেয়ার প্রোগ্রামিং বা লিনাক্সে কেমন করে জিসিসি / জিডিবি/ জিপ্লাসপ্লাস
ব্যবহার করা যায় এইটা দেখানো যায় না ? অথবা বাগ ফিক্সিং ফেস্ট করা যায়। সবাই
এক হয়ে বসে কোন একটা অ্যাপ্লিকেশন এর বাগ ফিক্স করা যায়।
অথবা সবাই মিলে কোলাবোরেশন করে একটা প্রোগ্রাম তৈরীর কাজে হাত দেয়া যায়।
আইডিয়াটা হল, মানুষকে বুঝানো যে লিনাক্সে কেমন করে প্রোগ্রামিং শুরু করতে হবে।
আমার মনে হয় কাজটা করা গেলে ভালো হবে।
--
Junayeed Ahnaf Nirjhor
Core Developer Intern, Diaspora
Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd