ওরে ইশতিয়াক ইউনিজয় লে আউটে বাংলা লিখতে চাইলে শুধুমাত্র আইবাসের ইনস্টলেশনই শেষ সমাধান নয়। ওটাকে কনফিগার করাও তো চাই না কি? তুমি নিচের কাজগুলো ধাপে ধাপে করো তো। তারপর কি হলো জানাবে।
১। System >> Administration >> Language Support থেকে Add/Remove Language থেকে Bangla ভাষাটা ইনস্টল করে নেবে। ২। ইনস্টল করার সময় নেট কানেকশান জরুরী। ইনস্টল হয়ে গেলে কী-বোর্ড ইনপুট মেথড হিসেবে ibus কে পছন্দ করে নেবে। ৩। এরপর System >> Preferences >> ibus-preferences থেকে ইনপুট মেথড হিসেবে যা ডিফল্ট থাকবে তা মুছে দেবে এবং এরপর ওখানে বাংলা>>ইউনিজয় কে বেছে নিয়ে যোগ করে নেবে। ৪। তারপর সিস্টেমটাকে একটা রিবুট দিয়ে এসে যে কোন টেক্সট এডিটর খুলে বাংলা লিখতে Ctrl+Space চেপে দেখো যে নিচের দিকে বাংলা আর ইংরেজী কী-বোর্ড সুইচ করছে। আপডেট জানাতে ভুলো না কিন্তু। -- রিং +8801671411437 মহাসচিব ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>" ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।। সদস্য, উবুন্টু বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd