প্রিয় সগীর ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি: আমার জরুরী সব কাজ (বাসায় এবং অফিসে) আমি সবই লিনাক্সে করি (উবুন্টুতে)। এজন্য প্রতি নতুন রিলিজে ইনস্টল করার বিলাসিতা দেখাই না। এছাড়া ইনস্টল করলেও সেটা রিলিজ হওয়ার ১ থেকে ২ মাস পরে করি। কারণ রিলিজ হওয়ার পরও বিভিন্ন রকম প্যাচ আপডেট আসে - এই সময়ের মধ্য। নিজের জরুরী কাজ আগের ভার্সন দিয়ে যখন অনায়েসে করছি তখন নতুনটা ইনস্টল দিয়ে এই ধরণের সমস্যাগুলো মোকাবেলায় প্রথম অভিজ্ঞতাসম্পন্ন হতে চাই না।
তাই বাসায় এবং অফিসে লং টার্ম ভার্সনগুলোই চলে। যদিও কেউ চাইলে দেয়ার জন্য নতুন ভার্সন নামিয়ে রাখি সবসময়; নোটবুকে কম জরুরী কাজ করি, ওখানে নতুন ভার্সন চেখে দেখি - তাও রিলিজ হওয়ার অন্তত ১ মাস পরে। আমি অফিসে মিন্ট ব্যবহার করবো বলে ঠিক করলাম, কিন্তু ওটা ইনস্টলের পর মানুষ করার সময় হাতে নাই দেখে এখনও এই কাজে হাত দেই নাই। এ্যাতগুলো কথা লিখলাম শুধু আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে শুনে। আমার পরামর্শ হল: আপনি আগের ভার্সন ইনস্টল করে আপনার জরুরী কাজ করতে থাকেন -- যেহেতু উইন্ডোজে আপনার অসুবিধা ও বিরক্ত লাগছে (খুবই স্বাভাবিক ঘটনা, যেটা আমিও কারো উইন্ডোজ পিসিতে বসলেই এখন অনুভব করতে পারি)। আর নতুন পার্টিশন করে সেখানে প্যারালালি নতুন ভার্সনের কেরামতি দেখতে থাকেন। এতে আপনার সমস্যাগুলো একটু কম তিতা লাগবে বলে আমার মনে হয়। নতুন ভার্সনের সমস্ত সমস্যা মিটলে আগের ভার্সনের উপরে এটা ফ্রেশ করে ইনস্টল করেন। আর যেখানে এক্সপেরিমেন্ট করেছেন ওটা যেমন আছে তেমন রেখে দেন -- পরবর্তী রিলিজের শুরুতে টেস্ট করার জন্য আবার এই পার্টিশন কাজে লাগবে। শামীম। Mobile phone: +8801731 216 486 Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>; সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd