আপনি কনসোলে লগ-ইন করে নিচের কমান্ডের আউটপুট দিন- lspci এবার নিচের কমান্ডটি চালিয়ে চেক করুন এনভিডিয়ার রেস্ট্রিক্টেড ড্রাইভার কোনটি ইন্সটল আছে- dpkg --get-selections | grep nvidia যদি- nvidia-current ইন্সটল থাকে তাহলে সেটি রিমুভ করে দেখুন (অর্থাৎ বিল্ট-ইন ড্রাইভার nouveau তে ফিরে যান, যেটি দিয়ে একেবারে প্রথমে ক্লাসিক মোডে আপনার উবুন্টু চালু হয়েছিল) এবার দেখুন উবুন্টু চালু হয় কি না।
On 5/9/11, sagir khan <sagi...@gmail.com> wrote: > সিডি দিযে লাইভ উবুন্টু চালু করে কি এই সমস্যার সামাধান করা সম্ভব? > > ৯ মে, ২০১১ ৩:৪৪ pm এ তে, sagir khan <sagi...@gmail.com> লিখেছে: > >> অনেক চেস্টার পরও কোন ভাবেই উবুন্টু খুলতে পারলাম না যে ইউনিটির জন্য কিছু >> একটা করবো। >> এখন আমার কি করনীয় কেউকি জানাবেন? >> >> ৯ মে, ২০১১ ৬:৫৪ pm এ তে, sagir khan <sagi...@gmail.com> লিখেছে: >> >> @ Shabab Mustafa >>> ভাই। >>> এক বছর আগে থেকে উবুন্টু ব্যবহার করছি। এর মধ্যে কমছেকম হাজারটা সমস্যায় >>> পরেছিলাম। কিন্তু ভুলেও উবুন্টু ছাড়িনাই। প্রথমবার উবুন্টু ইনস্টল করতে >>> প্রায় >>> ১৬ কার সেটআপ দিতে হয়েছে। আবার হার্ডডিস্কের সব ডাটা নাই হয়েছে শেষ পর্যন্ত >>> হার্ড ডিস্ক মারা গিয়েছে কিন্তু তার পরও নতুন হার্ডডিস্ক কিনে উবুন্টু সেটাপ >>> করে এক বছর চালালাম। >>> এই বছর ইতিমধ্যে উবুন্টু রাইট করতে গিয়ে ৫ টা সিডি নস্ট করেছি আর ৫ বার >>> ইনস্টল দিয়েছি। সর্বশেষ বার যখন সফল হলাম তখন ইউনিটির সমস্যার কারনে আবার >>> বন্ধ। >>> তাই একটু মেজাজ বিগরে গিয়েছিল। তবে হতাস যে নাই তাতে কোন সন্দেহ নেই। তবে >>> কথা >>> দিচ্ছি ভবিষ্যতে এমন করবো না। >>> রিকভারি মুডে চালাতে গেলে প্রথম সমস্যা হল অনেকগুলো অপশন আসে। যেমন রিসুম >>> নরমার বুট লোডার, রিকভারি ফ্রি স্পেস ইত্যাদি। আর নিচে ওকে এবং কেনসেল। >>> কোনটা >>> দিয়ে ওকে করতে হবে তা বুঝতে পারছি না। তার পরও একবার রিসুম নরমার বুট লোডার >>> দিযৈ চালু করার চেস্টা করেছিলাম। শেষে এসে আমার ডেস্কটপের নাম আসে। এন্টার >>> দিয়ে >>> পাসওয়ার্ড চায়। আমার পাসওয়ার্ড দিলে বলে ইনকারেক্ট পাসওয়ার্ড। >>> দেখি আজ রাতে মনে হয় আরেকবার ইনস্টল করে দিবো। >>> >>> ৯ মে, ২০১১ ২:৫৮ pm এ তে, jayanta nath <jayanta...@gmail.com> লিখেছে: >>> >>> আপনি এই থ্রেডটা দেখবেন? >>>> http://ubuntuforums.org/showthread.php?t=1743451 >>>> >>>> With Warm Regards, >>>> *Jayanta Nath* >>>> Calcutta,West Bengal >>>> -- >>>> Ubuntu Bangladesh >>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >>>> >>> >>> >>> >>> -- >>> ধন্যবাদ >>> সগীর হোসাইন খান >>> _______________________________________________________________ >>> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ >>> ✽ >>> _______________________________________________________________ >>> >>> >> >> >> -- >> ধন্যবাদ >> সগীর হোসাইন খান >> _______________________________________________________________ >> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ >> ✽ >> _______________________________________________________________ >> >> > > > -- > ধন্যবাদ > সগীর হোসাইন খান > _______________________________________________________________ > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽ > _______________________________________________________________ > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- ------------------------- Abhi Opensource Enthusiast My Personal Blog <http://www.muktoabhi.co.cc> Twitter <http://www.twitter.com/Abhi_aditya> E-mail <abhi...@ovi.com> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd