শেষ আপডেটের পর বর্তমান থ্রেডের সমস্যা (উবুন্টুর ফন্ট ভেঙে যাওয়া) আর হয়নি।
On 20/10/2010, Maya Max <maya2...@gmail.com> wrote: > আপনার সুস্থ হওয়ার খবর জেনে আনন্দ পেলাম। এ কয়দিন চিন্তায় ফেলে দিয়েছিলেন। > > উবুন্টু ১০.০৪.১ দিয়ে কি করবো? নতুন করে সেটআপ দিতে হবে? > কিছুক্ষণ আগে update manager একটি errorসহ আপডেট হল। (আলাদাভাবে > জানাচ্ছি) শেষ আপডেটের পর অবশ্য এই সমস্যাটা আর হয়নি। > > On 20/10/2010, সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> wrote: >> On 9/18/10, Maya Max <maya2...@gmail.com> wrote: >> >>> > ভাইরে, উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু উত্তরটা শুনে দুঃখ পেলাম। >>> > ইন্টেলের মাদারবোর্ড, ডুয়েল কোর প্রসেসর, ব়্যাম ১ জিবি। এতে যদি উবুন্টু >>> > ১০.০৪ এরকম করে, তাহলে কেমন হবে? উল্লেখ্য, অন্য পার্টিশনে থাকা এক্সপিতে >>> > আমি আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই nfs7 গেমটা খেলতে পারি। >>> >-- >>> >> >> মায়া ভাই >> >> আপনি সমস্যাটা বোঝেন নাই। উবুন্টু ১০.০৪ এর প্রাথমিক বিল্ডে সমস্যা থাকায় >> পরবর্তীতে উবুন্টু ১০.০৪.১ বিল্ড রিলিজ করা হয়েছে। আর তাই আপনার পিসিতে >> সমস্যাটা হচ্ছিলো আর আমি পিসি রিবুট করে সমস্যাটা সমাধান করতে বলেছিলাম। >> আপনার >> খুব বেশী কষ্ট না হলে একটু সময় করে বর্তমান এলটিএস রিলিজ উবুন্টু ১০.০৪.১ নেট >> থেকে নামিয়ে নিয়ে ইন্সটল করে ফেলুন। আশা করি এরপর আর এমন সমস্যার মুখোমুখি >> হতে >> হবে না। >> >> রিং >> +8801671411437 >> >> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা >> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ >> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার >> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা >> ঢাকা-১০০০। >> >> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট >> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ >> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ >> <http://toshazed.wordpress.com/> >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd