On 9/18/10, Maya Max <maya2...@gmail.com> wrote: > > ভাইরে, উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু উত্তরটা শুনে দুঃখ পেলাম। > > ইন্টেলের মাদারবোর্ড, ডুয়েল কোর প্রসেসর, ব়্যাম ১ জিবি। এতে যদি উবুন্টু > > ১০.০৪ এরকম করে, তাহলে কেমন হবে? উল্লেখ্য, অন্য পার্টিশনে থাকা এক্সপিতে > > আমি আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই nfs7 গেমটা খেলতে পারি। > >-- >
মায়া ভাই আপনি সমস্যাটা বোঝেন নাই। উবুন্টু ১০.০৪ এর প্রাথমিক বিল্ডে সমস্যা থাকায় পরবর্তীতে উবুন্টু ১০.০৪.১ বিল্ড রিলিজ করা হয়েছে। আর তাই আপনার পিসিতে সমস্যাটা হচ্ছিলো আর আমি পিসি রিবুট করে সমস্যাটা সমাধান করতে বলেছিলাম। আপনার খুব বেশী কষ্ট না হলে একটু সময় করে বর্তমান এলটিএস রিলিজ উবুন্টু ১০.০৪.১ নেট থেকে নামিয়ে নিয়ে ইন্সটল করে ফেলুন। আশা করি এরপর আর এমন সমস্যার মুখোমুখি হতে হবে না। রিং +8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd