রিংদা আমাকে ফোন দিয়েছিলেন। আমি অভিভূত। মডেমটা কানেক্ট করছে। কিন্তু পাতা খুলতে পারছে না। এত ধীর ...
উইন্ডোজেও এর স্পিড কম। গড়ে ৩/৪ কেবিপিএসও পাই না। কোনোরকমে কাজ করা যায় কি যায় না অবস্থা। নেট সংযোগ পেতেও সমস্যা হয়। বারবার পোর্ট বদলাতে হয়। এলটিপি পোর্ট ঠিকমতো কনফিগার করা নাই। কম পোর্ট ৪ তার ব্যবহার করার কথা। কিন্তু আমার ডিভাইস ম্যানেজার তো ৪ নং পোর্টের অস্তিত্বই দেখায় না। এসব কারণেই সমস্যা হয়ত। অনেকেই আবার আমাকে বলেছেন এটা জিপির কারণে। জিপি নাকি নিজেদর মডেম বেচার জন্য অন্য মডেমের সাথে তাদের সংযোগ ঠিক মতো কাজ না-করার ব্যবস্থা করে রেখেছে। জানালায় যেটুকু চলছে, উবুন্টুতে সেটুকু চললেও হতো। আজম ভাই, আমি জামাল ভায়ের সাথে যোগাযোগ করছি। On 10/15/10, ajom mahmud <ajom...@gmail.com> wrote: > নিউটন ভাই (স্যার), > কেমন আছেন? > আপনার মডেমটি ইউন্ডোজে কেমন ফাষ্ট কাজ করে? > এই মডেমের নাম শুনেছি, একটু জানাবেন এটি কেমন কাজ করে? > এটা থেকে কি ভয়েস কল করা যায়? > > আর হ্যাঁ মডেম সংক্রান্ত সমস্যার জন্য আপনি জামাল ভাই এর সাথে যোগাযোগ করতে > পারেন। > উনি আপনার সমস্যার সমাধান অবশ্যই করে দিবেন। > উনার মেইল আইডি- > > jamal...@gmail.com > > বিণত > আজম মাহমুদ > তানোর, রাজশাহী > ০১১৯৯৩৫১৫৪৬ > > > 2010/10/14 Salim Reza Newton <salimrezanew...@gmail.com>: >> সকালে জানাচ্ছি ... >> >> On 10/14/10, Salim Reza Newton <salimrezanew...@gmail.com> wrote: >>> অনেক ধন্যবাদ, আদনান। >>> দেখছি ... >>> >>> ন। >>> >>> On 10/13/10, M. Adnan Quaium <adnan.qua...@linux.org.bd> wrote: >>>> Please visit this link < >>>> http://forum.linux.org.bd/viewtopic.php?f=25&t=1521>... >>>> >>>> -- >>>> M. Adnan Quaium >>>> >>>> MSc Student >>>> Faculty of Electrical Engineering Mathematics and Computer Science >>>> Technical University of Delft >>>> Mekelweg 4 >>>> Delft >>>> The Netherlands >>>> >>>> Email: adnan.qua...@linux.org.bd , ad...@quaium.com >>>> URL: http://www.adnan.quaium.com <http://adnan.quaium.com/> >>>> -- >>>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >>>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >>>> >>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >>>> >>> >> >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd