2010/10/5 Habib Kabir <kobir_...@yahoo.co.uk>: > আমার কাছে মেইলি লিস্টের চেয়ে ফোরামই ভালো লাগে, সমস্ত প্রশ্ন সমাধান ইত্যাদি > সাজানো অবস্থায় থাকে, ফলে যেকেন সমস্যার সমাধান সহজে খুজে পাওয়া যায়। যেটা > ইমেইললিস্টে থাকেনা। আর আমাদের মত নতুন ইউসাররা ফোরামে সহজে উত্তর খুজে পায়, > যেহেতু > সব সাজানো থাকে, সবকিছুর রেকর্ড থাকে। মেইলে যারা সাহায্য পাচ্ছেন তারা কেবল > নিজের > জন্যই সেটা পাচ্ছেন অন্য কেউ সেই সমস্যায় পড়লে তাকে আবার সেই প্রশ্ন করতে হয়, অথচ > ফোরামে যেহেতু সব বিষয় অনুযায়ী সাজানো থাকে তাই সেখানে একজনের সমাধান দিয়ে > অনেকেরই > উপকার হয়, ফোরামে সার্চ করেই সমাধান খুঝে পাওয়া সম্ভব। ব্যাপারটা ঠিক মত বোঝাতে > পারলাম কিনা জানিনা। আমি আসলে বলতে চাচ্ছি যে সমস্যা তুলে ধরার জন্য ফোরাম সবচেয়ে > ভালো, এতে করে শুধু নিজের না, অন্যান্য অনেকেরই উপকার হয়। > > তাই আমি অনুরোধ করব কাইন্ডলি ফোরামে এই সব সমস্যা আলোচনা করার জন্য। তাহলে আমাদের > মত নতুন ইউসারদের খুব সুবিধা হয়। মেইল লিস্টটাকে বিভিন্ন নোটিষ ও সংবাদের জন্যই > রাখা হলে ভালো হয়। সবাই কি বলেন?
মেইলিং লিস্ট আর ফোরাম দুটোরই আলাদা আলাদা ব্যবহার আছে। একটা দিয়ে আরেকটাকে কখনই প্রতিস্থাপন করা সম্ভব নয়। উবুন্টুর জন্য মেইলিং লিস্ট যেমন আছে তেমনি ফোরামও আছে। আইআরসিও আছে। এই তিনটা জিনিষ মোটামুটি ব্যাসিক। সবখানেই থাকে। একেকটার সুবিধা একেকরকম। তাই দুটোরই দরকার আছে। ইন ফ্যাক্ট তিনটারই দরকার আছে। -- Shiplu Mokadd.im My talks, http://talk.cmyweb.net Follow me, http://twitter.com/shiplu SUST Programmers, http://groups.google.com/group/p2psust Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest) -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd