Hello I just want to add a little issue. If the LAN is already configured with IP address then this solution will not work. As it is existing LAN, there is more possibility of having static IP configured on LAN PC/Workstation. Please check the issue.
It will be better if you can send us current LAN configuration diagram (basic), so that member of list can give more more deep solution. Thanks Ahamed Bauani 2010/10/4 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>: > শোয়েব মাহমুদ ভাই > > বাংলালায়নের কেক সাইজ মডেমটার সাথেই বিল্টইন রাউটার থাকে। এবং এতে ডিএইচসিপি > সার্ভার বা অটো আইপি এনাবল থাকে। ফলে আপনাকে কনফিগার করার কোন ঝামেলায় যেতে হয় > না। > > আপনি জাস্ট কেকসাইজ মডেমটার সাথে দেয়া ক্যাট-৫ ক্যাবল বা ল্যানের তারটুকু দিয়ে > মডেম আর কম্পিউটারে যথাযথ পোর্টে কানেক্ট করুন। ব্যস ৩০ সেকেন্ডেই আপনার > উবুন্টু পিসি ব্রাউজিং করার জন্য সম্পূর্ন প্রস্তুত। > > আপনার যেহেতু ল্যান কানেকশান করা আছে ৩২টি পিসিতে তাই ওখানেও একটি রাউটার বা > সুইচ আছে। রাউটার হলে "ডাটা ইন পোর্টে" আর সুইচ থাকলে যে কোন পোর্টে (১নং > পোর্টটা হলে খুব ভালো হয়), কেকসাইজ মডেমটার সাথে দেয়া ক্যাট-৫ ক্যাবল বা > ল্যানের তারটুকু দিয়ে মডেমকে কানেক্ট করুন। এরপর প্রথমে আপনার বাংলালায়ন মডেম > তারপর ল্যানের সুইচ/হাব/রাউটার এবং সর্বশেষে আপনার পিসিগুলোকে একের পর এক চালু > করে দিন। আশা করি যথাযথভাবে নেটওয়ার্কিং করা থাকলে সবগুলো পিসি থেকেই একত্রে > বাউজিং করতে পারবেন। > > বিঃদ্রঃ আপনারা বাংলালায়নের কতটুকু ব্যান্ডউইডথ নিয়েছেন/নিচ্ছেন? ২৫৬/৫১২ > কেবিপিএস। আমার মতামত কমপক্ষে ৫১২ কেবিপিএস, আর ভালো হয় ১ এমবিপিএস নিলে। > > ধন্যবাদ > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd