অবশ্যই, বাঙ্গালীর স্বভাব কই যাবে বলেন? বসতে দিলে খায়তে চাবে, খায়তে দিলে ঘাড়ে
উঠতে চাবে, ঘাড়ে উঠতে দিলে মাথায় উঠতে চাবে।

2010/9/17 ajom mahmud <ajom...@gmail.com>

> রিং ভাই,
> আপনার ভালো থাকা কাম্য।
> আমি এই ভাবে রাইট করলে কি তা VOB ফাইল হিসাবে রাইট হবে?
> ব্যপারটা যদিও আমি একটা ডিভিডি রাইট টেষ্ট করলেই দেখা হতো কিন্তু
> আসলে লিনাক্সে পরিবারকে আমি সব সময় খুব হেল্পফুল ভাবি। এখানে সাহায্য চাইতেও
> কেমন যেন ভালো লাগে।
>
> বিণত
> আজম
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to