প্রিয় সবাই,
আমি আমার কম্পিউটারের DAT ও MPG ভিডিও ফাইল গুলোকে ডিভিডিতে (ভিডিও
ডিভিডি হিসেবে) রাইট করতে চাই। আমার উবুন্টুতে k3b আছে। আমি এটি দিয়ে
কিভাবে ভিডিও ডিভিডি রাইট করতে পারি? আর এটা যেন প্রায় সব ডিভিডি
প্লেয়ারে চলে। আমি উইন্ডোজ থেকে নিরো দিয়ে একটি ডিভিডি রাইট (ডাটা ডিভিডি
মোডে) করেছি কিন্তু সেটা কিছু ডিভিডি প্লেয়ারে চলে (যে সব প্লেয়ার
মেমোরীকার্ড সাপোর্ট করে) কিছু প্লেয়ারে চলে না (যে সব প্লেয়ার
মেমোরীকার্ড সাপোর্ট করে না অর্থাৎ আগের মডেল)। নিরো দিয়ে প্রকৃত ডিভিডি
রাইট করতে গেলে VOB ফাইল চাই। এ অবস্থায় আমি উবুন্টুতে k3b দিয়ে ভালো ফল
পাবো বলে আশা করছি। কিন্তু বিষয়টি আমার প্রকৃতভাবে জানা নেই।

প্লিজ এই বিষয়ে সাহায্য প্রার্থনা করছি।


বিণত
আজম
তানোর, রাজশাহী।
01199351546
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] উ... ajom mahmud
    • [Ubuntu-... ajom mahmud
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... ajom mahmud
          • ... n1
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
            • ... Shabab Mustafa

Reply via email to