@আবির সাদিক http://en.wikipedia.org/wiki/NSAKEY আর http://cryptome.org/nsakey-ms-dc.htmলিংক দুটো দেখে বলুন তো এটা কোন ব্যবসা? আর সিকিউরিটি আর স্ট্যাবিলিটি জনিত জটিলতা থেকে মুক্ত থাকতে মাইক্রোসফট নিজে কোন অপারেটিং সিস্টেমে তাদের "বিং-সার্চ ইঞ্জিন" সার্ভার চালাচ্ছে নিজেই দেখে নিন<http://toolbar.netcraft.com/site_report?url=http://www.bing.com>। নিজের তৈরী করা সার্ভার অপারেটিং সিস্টেমে নিজের সার্ভার চালাতে যাদের এতো ভয়, সেই সফটওয়্যার তারাই যদি আমজনতাকে কিনতে বাধ্য করে, প্রশংসাসূচক প্রচারনা চালায়, বিপনন করে, তবে সেটা কি ব্যবসা? না বাটপারি?
-- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd