@জুয়েল তোমার আপডেট পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ। অবশেষে আমরা মেইলিং লিস্টের সদস্যরা তোমার লেখা পড়ার যোগ্যতা অর্জন করলাম। অভিনন্দন তোমাকে।
আমি আছি, থাকবো ইনশাল্লাহ সকল বন্টু-মিন্টুদের সাথে, বিপদে-আপদে, সুখে-দুঃখে, চলার সাথী হয়ে। "পল্লী বিদ্যুৎ এর খাম্বা" আর "বিগ শো" র কথা আমরা ভুলে যাচ্ছি কেনো। আমাদের এই কর্মযজ্ঞে এরাও যথেষ্ট সহযোগীতা করেছে। পরবর্তী আপডেটে আমরা আশাকরি সবাইকে একই ফ্রেমে বাঁধতে পারবো। @বাওয়ানী ভাই আপনাকে ধন্যবাদ উবুন্টুর বাংলাদেশ মিররের জন্য। আমি তো আজকে অলটারনেট সিডি ডাউনলোড দিয়েছিলাম। তেমন স্পীড কিন্তু পেলাম না। পরে বাদ দিয়েছি। যাই হোক আপনি এই থ্রেডেই একটা মেইলে লিখেছেনঃ "My First & Last Bangla typing was in Bijoy Layout on Win98 in 1099" ভাই ভয় পাইতাছি তো। আপনি কি জীবিত না আপনার AI মেইল চালাচালি করতাছে? :D :D @শিপলু ভাই আপনার ধারনা শতভাগ সঠিক। আইবিএ-জাঃবিঃ উবুন্টুড। দোয়া রাখবেন আজকে (শুক্রবারে) সার্ভার সেটাপ দেবার ইচ্ছে করছি। এটা হলেই পুরো ল্যাব উবুন্টুড। @অভ্রদা কাজের খুব চাপ। অফিস, ফোরাম+ব্যক্তিগত সাপোর্ট+অন্যান্য সব মিলিয়ে বিশাল ফাপড়ে আছি ভাই। একটু সময় পেলেই ফোরামে নিয়মিত হবো। আর আমাদের কাজ চলছে তাই ফোরামে জানাবার দুঃসাহস দেখাইনি। শেষ করে একেবারে পূর্ণাঙ্গ আপডেটেড পোষ্ট দেবোখন। ধন্যবাদ সবাইকে। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd