বাওয়ানি ভাই আমার জ্ঞানের সীমা সীমিত। তাই বোকার মতো একটা প্রশ্ন করছি। কিছু মনে করবেন না। iptables এ কি ipV6 সাপোর্ট এনাবল করা হয়েছে?
@শাবাব তোমার ছবি গুলো দারুন লাগলো। আমি অফিসে খুবই ব্যস্ত, 'গ্যাড়াকল' সমস্যাটার সমাধান নিয়ে, তাই আজ আর তোমাদের মাঝে থাকা হলো না। ডেক্সটপগুলোর কাজ শেষের আনন্দঘন মূহুর্তটা খুব মিস করলাম। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd