শাবাব ভাই, সার্ভার আর ক্লায়েন্ট কিভাবে কনফিগার করলেন? কাজগুলা কিভাবে হচ্ছে তার বিস্তারিত জানালে আমাদের সবার উপকার হত -------------------------------------------- Best regards Tareq Hasan My Blog (http://tareq.weDevs.com) Follow me: (http://twitter.com/tareq_cse) বিএলইউএ - লিনাক্স টিউটোরিয়াল, টিপস-ট্রিকস, রিভিউ <http://linux.org.bd>
2010/8/25 Shabab Mustafa <sha...@linux.org.bd> > আহেম! আহেম!! > > সুন্দর আলোচনায় পানি ঢেলে দিতে হচ্ছে বলে দুঃখিত। :( মূল আলোচনায় ফিরে যাচ্ছি। > > আজ কায়েন্ট মেশিনগুলোর কাজ শেষ। একটা সার্ভারের কথা থাকলেও শেষ পর্যন্ত > সার্ভাব > হচ্ছে দুটো। একটায় একটিভ ডিরেক্টরি (OpenLDAP), আরেকটা এফটিপি। সার্ভার দুটো > পুরোদমে দৌড় শুরু করতে আরো দিন দুয়েক লাগতে পারে। > > কাজ শেষে Lubuntu 10.04 এর চেহারাটা হয়েছে এইরকম: http://imgur.com/oSBxM.png > > আর Ubuntu 10.04 এর চেহারা করা হয়েছে এইরকম: http://imgur.com/sUId2.png > > ওয়ালপেপারটা ল্যাবের স্বেচ্ছাসেবী তত্ত্বাবধায়ক জুয়েল ভাইয়ের আইডিয়া (যিনি এই > লিস্টে নিবন্ধিত হলেও ঠুঁটো জগন্নাথ সেজে বসে থাকেন :P ) । > > পুরো বন্টু হওয়া ল্যাবের একাংশের চেহারা: http://imgur.com/UjrqW.jpg > > আর ইনিই হচ্ছেন IBA-JU এর মাস্টার্সের ছাত্র জুয়েল ভাই: > http://imgur.com/AHGEp.jpg > > দু'জন ব্যক্তির কথা এখানে না বললেই নয় একজন হচ্ছেন IBA-JU এর সম্মানিত পরিচালক > ড. মোহাম্মদ বখতিয়ার রানা, যার আন্তরিক আগ্রহের কারণেই IBA-JU Student's > Computer Lab -টি বন্টুদের দলে শামিল হল (মূলত ওনার নির্দেশেই জুয়েল ভাই > আমাদের > খুঁজতে শুরু করেছিলেন) এবং সহকারী অধ্যাপক ড. এস এম রাফিউল হক, যিনি প্রতিদিনই > নিয়মিত এসে আমাদের সাথে সময় দিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন। এছাড়া ল্যাব সহকারী > লুৎফর ভাইয়ের কথাও বলতে হয়। সারাদিন তার কেটেছে স্ক্রু ড্রাইভার আর ধুলো > ঝাড়বার > ব্লোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করেই। > > সবাইকে পেঙ্গুইন শুভেচ্ছা। :) > --- > Shabab Mustafa > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd