হা হা, চমৎকার একখানা মেইল :D :D মনে হয় কেউ মেইল পাঠাচ্ছে না, তাই আমরা কেউ মেইল পাচ্ছি না। মানুষের অবস্থান কিছুটা স্থির হয়ে গেছে, যদিও এইটা মানবীয় বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়।
2010/8/23 ajom mahmud <ajom...@gmail.com> > প্রিয় সবাই, > অনেক শুভেচ্ছা সবার জন্য। > গত কাল রাত থেকে আমি উবুন্টু মেইলিং লিষ্ট থেকে কোন প্রকার মেইল পাচ্ছি না > কেন? > > কোন সমস্যা কি হলো। আমার জানামতে আমি আনসাবস্ক্রাইব করি নাই। > নাকি আপনারা কেউ কোন মেইল পাননি উবুন্টু মেইলিং লিষ্ট থেকে? > > কি হলো এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। প্লিজ কেউ জানান। > > সবার ভালো থাকা কাম্য। > > বিণত > আজম মাহমুদ > 01199351546 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- thanks -shaon http://mdshaonimran.wordpress.com http://twitter.com/mdshaonimran -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd