প্রিয় সবাই,
অনেক শুভেচ্ছা সবার জন্য।
গত কাল রাত থেকে আমি উবুন্টু মেইলিং লিষ্ট থেকে কোন প্রকার মেইল পাচ্ছি না কেন?

কোন সমস্যা কি হলো। আমার জানামতে আমি আনসাবস্ক্রাইব করি নাই।
নাকি আপনারা কেউ কোন মেইল পাননি উবুন্টু মেইলিং লিষ্ট থেকে?

কি হলো এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। প্লিজ কেউ জানান।

সবার ভালো থাকা কাম্য।

বিণত
আজম মাহমুদ
01199351546
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to