ভাই রাব্বি

লিনাক্স মিন্টের কাস্টমাইজড যে ডিভিডি আপনার সংগ্রহে আছে সেগুলোর প্রতিটির
ইউজার নেম custom এবং পাসওয়ার্ড নেই। তাই ওগুলো আপনি লাইভ ব্যবহার করতেই পারেন।
আর লাইভ ব্যবহারে সমস্যা হলে লাইভ ডিভিডির বুট মেন্যু থেকে সরাসরি ইন্সটলার
চালিয়ে ইন্সটল ও করে নিতে পারেন।

উবুন্টু আর মিন্টের অরিজিনাল আইএসও তেও যেহেতু সমস্যা করছে তাই আপনার পিসির
হার্ডওয়্যার কনফিগারেশন জানাটা আমার জন্য জরুরী। অনুগ্রহ করে আপনি এই তথ্যগুলো
আমাদের জানান। আর আপনার ডাউনলোড করা আইএসও গুলোর md5sum চেক করে নিয়েছিলেন তো?
অনেক সময়ই আমাদের দেশে নেট স্পিডের কারনে ডাউনলোড করা আইএসও করাপ্ট হয়ে যায়।
তাই ডাউনলোড করার পর আইএসওটা করাপ্টেড কিনা তা জানতে টার্মিনাল খুলে কমান্ড
দিনঃ

sudo md5sum আপনার ডাউনলোড করা আইএসওটির নাম.iso

এর ফলে আপনি একটি কোড পাবেন। যে সাইট থেকে isoটি নামিয়েছেন সেখানে রাখা md5sum
ফাইলের সাথে মিলিয়ে নিন।

ধন্যবাদ আপনাকে

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to