On Wed, 2010-08-18 at 17:56 +0600, Rabbi Hossain wrote: > আমি আড্ডা থেকে একটি লিনাক্স মিন্টের সিডি নিয়েছিলাম। > পরে আমি সেটি আমার পিসিতে এক্সপি'র সাথে ডুয়াল বুট করে ইন্সটল করি। > কিছুদিন আগে আমি এক্সপি রি-ইন্সটল করি। > তাই এখন আমি আমার গ্রাব টাকে রিকভার করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে যে, > আমি মিণ্টের সিডি টাকে লাইভ হিসেবে চালানোর সময় সেটির ইউজারনেম - custom > দিয়েছি এবং পাসওয়ার্ড ফিল্ড খালি রেখেছি। > কিন্তু সেটি লগিন হচ্ছে না। পরে আমি আমার কাছে থাকা লিনাক্স মিন্টের > অফিসিয়াল ভার্শনটা রান করেছি। > এখন দেখি যে সেটিও লগিন চায়। এখন আমি কি করব? > এখানে উল্লেখ্য যে, আমি মনে করেছিলাম যে এটি সম্ভবত আমার ইন্সটল করা > লিনাক্সের ইউজারনেম ও পাসওয়ার্ড চায় কিন্তু এখন দেখি তাও কাজ হয়না।
username will be blank and pass will be custom -- I am me, I wanna be me. Like me or not, this is the way I am- Junayeed Ahnaf Nirjhor Linux Mint Bangladesh Facebook- http://www.facebook.com/nirjhor Twitter - http://www.twitter.com/nirjhor Myspace- http://www.myspace.com/nirjhor1992 Blog - http://nirjhor.wordpress.com -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd