ধন্যবাদ সবাই কে। বিশেষ করে সাজেদ ভাইকে। আমি সব শেষে linux Mint ইন্সটল করেছি। তবে উবুন্তুকে খুব মিসস করছি। আর মিন্টে টরেন্ট ডাউনলোডার কোনটা?
2010/8/11 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > ভাই ইব্রাহিম > > আপনি সকাল থেকেই অস্থির হয়ে আছেন। কেনো বলেন তো? আমরা দু দুজন মানুষ আপনাকে > আশ্বস্ত করলাম যে আপনার পাশে আছি। বাওয়ানি ভাই আর আমি দুজনেই আপনাকে অস্থির > হতে > না করলাম। ভাই অস্থিরতা যে কোন কাজে বিপদ ডেকে আনে। আপনাকে পার্সোনালি যোগাযোগ > ও করতে বলেছিলাম। আপনি সেখানে নতুন একটি টপিক শুরু করে দিলেন। ভাই রে > অস্থিরতার > মধ্যে থাকলে আমরা মানুষ তো দূরে থাক স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করতে > পারবেন না। একটু স্থির হোন। যা হবার তা তো করেই ফেলেছেন। এখন টেনশন নিয়ে আর > কোনোই লাভ নেই। আসুন একত্রে ভবিষ্যৎটা সুস্থ আর সুন্দর করি। > > প্রথমেই আড্ডায় যে ডিভিডিগুলো কিনেছিলেন তার সাথে যে ইনফোলেট (স্মল সাইজ > ইনফরমেশন বুকলেট) পেয়েছেন সেগুলো মনযোগ দিয়ে আর সময় নিয়ে পড়ে ফেলুন। ভেতরের > পাতার বামপাশটুকু বুঝে বুঝে অন্তত দুবার পড়ুন। > > এবার লাইভ ডিভিডি (লিনাক্স মিন্টের কাস্টমটা) দিয়ে বুট করুন। তারপর install > from cd অপশন সিলেক্ট করুন। ইন্সটলার চালু হলে আপনার হাতে থাকা ইনফোলেট পড়ে > পড়ে > কাজগুলো একটার পর একটা করতে থাকুন। আশা করি আপনার সব ডাটা যেগুলো বর্তমানে > হার্ডডিস্কে আছে তা অক্ষত রেখেই কাজ করতে পারবেন। > > যে কোন বিপদে আমরা আপনার পাশেই আছি। 'বন্টু-মিন্টু' রা আপনার সাহায্যে সদা > প্রস্তুত। অতএব কোন ভয় নেই। দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলুন। > > রিং > +8801671411437 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd