ইব্রাহিম লিখেছেন
>>
Actually I have no operating system now. And I am using live boot system.
When I enter installer it boot directly. And when I enter hd-boot the first
hard disk, it shows

error: unknown file system
grub rescue>
>>

ভাই ইব্রাহিম আপনি লাইভ সিডি থেকে বুট তো করছেনই না।

লাইভ সিডি থেকে বুট করতে হলে, যখন সিডি থেকে বুট হয়ে বুট মেন্যু দেখায় তখন
ওখানে live boot from cd অপশনটাকে সিলেক্ট করতে হয়। hd-boot the first hard
disk টা নয়।

বুট হয়ে আসলে আপনি যে ডেস্কটপ পাবেন সেখান থেকে আপনি gparted সফটা চালু করুন।
কাস্টম ডিভিডির system>>administration>>
gparted  থেকে চালিয়ে দেখুন আপনার পার্টিশান গুলোর কোনটাতে কতটুকু খালি আর
কোনটাতে উবুন্টু ইন্সটলড আছে। ওখানে নামসহ (যেমনঃ /dev/sda1, /dev/sda2,
/dev/sda5 ) তথ্যগুলো পাবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। আর আপনার ওই দুটো
পার্টিশানের কোনটা আপনি ফরম্যাট করছেন তা যদি এখন আপনি বুঝতে পারেন তবে, অপরটা
মানে যেটায় উবুন্টু সেটাপ দেয়া আছে সেটার ড্রাইভ নম্বর এখান থেকেই সংগ্রহ করে
নিন। ধরি আপনার ড্রাইভ নম্বরটা হলো X।

এবার টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো একটার পর একটা নির্দেশনা অনুযায়ী
দিন। এখানে X এর মানটা যথাযথ বসিয়ে দেবেনঃ

sudo mkdir /media/sdaX
sudo mount /dev/sdaX /media/sdaX

এবার উবুন্টুর বুট লোডার টা ফিরিয়ে আনতে কমান্ড দিন [এবারো ঐ X এর মানটা যথাযথ
বসিয়ে দিয়েন।]:

sudo grub-install --root-directory=/media/sdaX /dev/sda

পিসিটাকে রিস্টার্ট করতে কমান্ড দিয়ে দেখুন।

sudo reboot now

ডিভিডি টা রম থেকে বের করে নিন। আপনার উবুন্টু আবারো আপনার সামনে সমহিমায় হাজির
হবেই ইনশাল্লাহ।


রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] R... Md. Ibrahim Husain
    • Re: [Ubu... Abir Sadik
      • Re: ... Abir Sadik
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Md. Ibrahim Husain
          • ... maSnun
            • ... Md. Ibrahim Husain
              • ... Ovro Niil
                • ... Nasimul Haque
                • ... Md. Ibrahim Husain
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... Md. Ibrahim Husain
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to