১।উবুন্টু আর মিন্ট এর বেসিক পার্থক্যগুলো কি? ২।সুবিধা-অসুবিধা কি?
উত্তরঃ ক। উবুন্টুতে রেস্ট্রিকটেড এক্সট্রাস, গিম্প ইত্যাদি ইন্সটল করতে হয় যেগুলো মিন্টে দেয়াই থাকে খ। মিন্টের চেহারা অনেকটা উইন্ডোজঘেঁষা, যার ফলে উিন্ডোজ থেকে আসা নতুন ব্যবহারকারীদের ইন্টারফেস জাতীয় সমস্যায় পড়তে হয়না বিস্তারিত এখানে <http://tinyurl.com/3xf8zqc> দেখুন। ৩।মিন্টের আরেকটি ভার্সন মিন্ট Xfce টা আসলে কি? মূল মিন্ট ছেড়ে এটা কেন ব্যবহার করবো? উত্তরঃ Xfce হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। বিস্তারিত এখানে<http://tinyurl.com/37maq59>দেখুন। ৪।নেটবুকের জন্য লিনাক্সের (উবুন্টু এবং মিন্টের মধ্য) কোন ডিস্ট্রোটা সবচেয়ে ভালো- স্বল্প কনফিগে ভালো চলবে? উত্তরঃ নেটবুকের জন্য উবুন্টুর আলাদা ভার্সন রয়েছে। বিস্তারিতঃ http://www.ubuntu.com/netbook "উবুন্টু আর মিন্টের ইউজারদের ভালো একটা ফাইট আশা করছি যাতে অনেক তথ্য পাই ;)" হে হে হে... উবুন্টু ও মিন্ট ব্যবহারকারীরা ফাইট করেনা রে ভাই, এদের গলায় গলায় দোস্তি! :D -- .:: অভ্রনীল ::: Ovroniil ::. ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/ ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd